সিরি-এ ফুটবল লিগের অন্যতম ক্লাব ইন্টার মিলানের ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ২৩ জনেরই ২০১৯ সাল থেকে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তবে তাদের মধ্যে কেউই পরীক্ষা করাননি। এমনই বিস্ফোরক দাবি করলেন ইন্টারের স্ট্রাইকার রোমেলু লুকাকু। গোল ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারিতে ইউরোপে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইতালিতে তৈরি হয়েছে শোচনীয় অবস্থা।
এখনও পর্যন্ত ইন্টারের স্কোয়াডের কোনো সদস্যের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেলজিয়ামের আন্তর্জাতিক খেলোয়াড় লুকাকু তার সতীর্থদের স্বাস্থ্যের ব্যাপারে চাঞ্চল্যকর দাবি করেছেন। বেলজিয়ামের সাংবাদিক ক্যাট কার্কফোফসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে লুকাকু বলেন, ডিসেম্বরে আমাদের সপ্তাহখানেকের ছুটি ছিল। তারপর আমরা কাজে যোগ দিই। আমি দিব্যি নিয়ে বলছি, ২৫ জনের মধ্যে ২৩ জন খেলোয়াড়ই তখন অসুস্থ ছিলেন। আমি মোটেও ঠাট্টা করছি না। আমরা রাডজা নাইনগ্গোলানের কাগলিয়ারির বিরুদ্ধে খেলেছিলাম। প্রায় ২৫ মিনিট পর আমাদের একজন ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হয়। তিনি আর দৌড়তে পারছিলেন না। তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, তিনি ইন্টারের সেন্টার-ব্যাক মিলান ক্রিনিয়ারের কথা বলেছেন। গত ২৬ জানুয়ারির ওই ম্যাচে প্রথমার্ধ সমাপ্ত হওয়ার আগেই তাকে মাঠ থেকে তুলে নিতে হয়েছিল। ইন্টারের তরফ থেকে জারি করা অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছিল, কিছুদিন আগে ফ্লুতে ভোগা ওই খেলোয়াড় সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেননি। কাগলিয়ারির বিরুদ্ধে সেই ম্যাচ প্রসঙ্গে লুকাকু বলেন, প্রত্যেকেরই জ্বর ও কাশী ছিল। আমি যখন ওয়ার্মআপ করছিলাম, আমার তখন অস্বাভাবিক গরম লাগছিল। বহু বছর ধরে আমার কোনো জ্বর হয়নি। ম্যাচের পর পুমা থেকে আগত অতিথিদের সঙ্গে আমাদের নৈশভোজের পরিকল্পনা ছিল। তবে আমি তাদের ধন্যবাদ জানিয়ে সোজা বিছানায় চলে যাই। সেই সময়ে আমাদের কারুর কোভিড-১৯ এর পরীক্ষা হয়নি। সুতরাং আমরা বিষয়টি কোনোদিনও জানতে পারব না।
২১ ফেব্রুয়ারির আগে সরকারিভাবে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের কোনো রিপোর্ট প্রকাশ্যে আসেনি। কোভিড-১৯ এর কারণে ইতালির সিরি-এ লিগ সহ ইউরোপের সমস্ত প্রধান ফুটবল লিগ আপাতত স্থগিত করার হয়েছে। এদিকে ইন্টারের স্কোয়াডে সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন লুকাকু। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মিশ্র সাফল্যের পর গত গ্রীষ্মে ইতালিতে গিয়েছিলেন লুকাকু। তিনি বলেন, ইংল্যান্ডের তুলনায় এখানে খেলোয়াড়রা একটা ইউনিট হিসেবে অনেক বেশি সংগঠিত।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য