রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হল আইপিএলের এমন একটি দল যারা এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। তারকাখচিত আরসিবির সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে নকআউট পর্বের গেরো পেরোতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দল। বিগত বছরগুলিতে সফল হওয়ার জন্য এই দল অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে বিশেষ ফল পাওয়া যায়নি। তবে কি সর্বকালের সেরা আরসিবি একাদশ বেছে নিতে খুব একটা সমস্যায় পড়তে হবে? সেই চেষ্টাই করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তবে তার বেছে নেওয়া দলে কিছু সমস্যা আমাদের চোখে পড়েছে।
দিল্লির প্রাক্তন ব্যাটসম্যান ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে তিনি ব্যাখ্যা করেছেন, কিছু খেলোয়াড়কে কেন তিনি সর্বকালের সেরা একাদশে অন্তর্ভুক্ত করেননি। ওপেনিং স্লটের জন্য আকাশ বেছে নিয়েছেন ক্রিস গেইল এবং বিরাট কোহলিকে। আরসিবির হয়ে অসাধারণ খেলার রেকর্ড রয়েছে গেইলের। ২০১১ এবং ২০১২ সালের আইপিএলে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই ফ্র্যাঞ্চাইজিতে মোট সাতটি মরসুম কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান। কোহলি হলেন একমাত্র খেলোয়াড়, যিনি লিগের শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে। তাকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন চোপড়া।
উইকেটকিপার হিসেবে কেএল রাহুলকে বাছলেন আকাশ চোপড়া
এরপর আকাশ তার দলে অন্তর্ভুক্ত করেছেন কেএল রাহুলকে। প্রসঙ্গত, এই উইকেটকিপার ব্যাটসম্যান আরসিবির হয়ে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন। ২০১১ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকা অন্যতম মহান দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় এবি ডিভিলিয়ার্সকে তারপর তিনি বেছে নিয়েছেন। ডিভিলিয়ার্স শুধুমাত্র আরসিবির সফল ব্যাটসম্যান নন, বিগত বছরগুলি ধরে এই লিগে খেলা অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তাকে গণ্য করা হয়।
তারপর চোপড়া দলে শামিল করেছেন রবিন উথাপ্পা এবং রস টেলরকে। টুর্নামেন্টের শুরুর দিনগুলিতে আরসিবির সঙ্গে ছিলেন এই দুই খেলোয়াড়। ২০০৯ এবং ২০১০ সালে আরসিবির হয়ে খেলেছিলেন উথাপ্পা। অন্যদিকে ২০০৮ সাল থেকে দু বছরের জন্য দলে ছিলেন টেলর। তবে চোপড়ার দলে উল্লেখ করার মতো বিষয় হল, ৭ নম্বর পজিশনে জাক কালিস বা শেন ওয়াটসনের মতো কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেননি ভারতের এই প্রাক্তন টেস্ট ওপেনার। দলের একমাত্র বিদেশি পেসার হিসেবে তিনি বেছে নিয়েছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। এছাড়া কেন তিনি ডেল স্টেইনের মতো তারকা ফাস্ট বোলারকে সর্বকালের সেরা আরসিবি একাদশে অন্তর্ভুক্ত করলেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন আকাশ চোপড়া। প্রসঙ্গত, আইপিএলের প্রথম তিন মরসুমে আরসিবিতে ছিলেন স্টেইন। পরে ২০১৯ সালে ফের তিনি এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন। আকাশ বলেন, আমার লাইন আপে ডেল স্টেইন এবং মিচেল স্টার্ক উভয়কে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। তবে কেবলমাত্র চারজন বিদেশি খেলোয়াড়কে দলে শামিল করা যায়। আমি এমন একজন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান সন্ধান করার চেষ্টা করছিলাম যিনি আরসিবির হয়ে ভালো খেলেছেন। তবে আমি কাউকে পাইনি। সেই কারণে আমি রস টেলরকে অন্তর্ভুক্ত করেছি। দিল্লির প্রাক্তন খেলোয়াড় তার দলে দুই স্পিনার হিসেবে বেছে নিয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে এবং বর্তমান খেলোয়াড় যুজবেন্দ্র চাহালকে। ভারতীয় পেসারদের দিক থেকে তার দলে রয়েছেন জাহির খান এবং আর বিনয় কুমার।
আকাশ চোপড়ার সর্বকালের সেরা আরসিবি একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, কেএল রাহুল (উইকেটকিপার), এবি ডিভিলিয়ার্স, রস টেলর, রবিন উথাপ্পা, মিচেল স্টার্ক, অনিল কুম্বলে, যুজবেন্দ্র চাহাল, আর বিনয় কুমার, জাহির খান।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আমিরশাহীতে আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? উত্তর দিলেন ব্র্যাড হগ
- আমার থেকে বিরাট কোহলি অনেক বেশি ভরসাযোগ্য: এবি ডিভিলিয়ার্স
- আইপিএলে বিরাট কোহলির দলে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ড্যানিয়েল ওয়াট
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর বদলে যায় লাজুক যুজবেন্দ্র চাহালের ব্যক্তিত্ব
- সর্বকালের সেরা আইপিএল একাদশ বাছলেন জেপি ডুমিনি, দলের অধিনায়ক বিরাট কোহলি
মন্তব্য