দীর্ঘ বিরতির পর ফের কোচিংয়ে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। বিরাট কোহলির সঙ্গে মতপার্থক্যের জেরে টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে কয়েক বছর আগে তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। এবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হল কুম্বলেকে। মুম্বইয়ে ফ্র্যাঞ্চাইজির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেন, সারা বিশ্ব কুম্বলের ক্রিকেটীয় এবং কোচিং দক্ষতা সম্পর্কে অবহিত। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। ভারতীয় দল ছাড়াও অতীতে দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আইপিএলে তার অগাধ অভিজ্ঞতা রয়েছে। তার তত্ত্বাবধানে সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী।
কুম্বলের সঙ্গে আলোচনার পর পাঞ্জাবের ব্যাটিং কোচ হিসেবে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলিকে নিয়োগ করা হয়েছে। অতীতেও পাঞ্জাবের সঙ্গে তার সম্পর্ক ছিল। ২০১৪ সালে আইপিএলের ফাইনালে পৌঁছানো এই দলের অধিনায়ক ছিলেন বেইলি। অন্যদিকে আসন্ন মরসুমের জন্য পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার সুনীল যোশীকে নিয়োগ করা হয়েছে। তিনি এক সময় বাংলাদেশের বোলিং কোচ ছিলেন। পাশাপাশি শোনা যাচ্ছে, পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে নিয়োগ করা হতে পারে। কোর্টনি ওয়ালস হতে পারেন বোলিং কোচ কাম ট্যালেন্ট স্কাউট। কুম্বলের পরবর্তী দায়িত্ব হবে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএলের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ব্যর্থতার কারণ জানালেন রবি অশ্বিন
- জার্সি না মাইকেল জ্যাকসনের লাল জ্যাকেট? প্রীতি জিন্টার পছন্দের জার্সি নিয়ে হাঁসির রোল উঠেছিল কিংস ইলেভেন পাঞ্জাবে
- আমি কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পালাতে চেয়েছিলাম, বললেন যুবরাজ সিং
- আইপিএল ২০২০: কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ হলেন ওয়াসিম জাফর
- পাঞ্জাবেই থাকছেন অশ্বিন, জানালেন নেস ওয়াদিয়া
মন্তব্য