করোনাভাইরাসের জেরে বর্তমানে গোটা বিশ্বে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় করোনা আক্রান্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেক ফুটবলার। ইউরোপের সমস্ত ফুটবল লিগ বর্তমানে স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতির জেরে টুর্নামেন্টের বাকি অংশ বাতিল হলে বা রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হলে ক্লাবগুলির বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
করোনাভাইরাস সঙ্কট চলাকালীন আর্সেনালের খেলোয়াড়দের মজুরিতে কাটছাঁট করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই বিষয়ে গত দিন পনেরো ধরে এগজিকিউটিভ এবং খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলছিল। এখন যেহেতু ফুটবল অনুষ্ঠিত হচ্ছে না, তাই ক্লাবের আর্থিক বোঝা হ্রাস করতে বেতনে কাটছাঁট করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া আরও অনেক বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। তবে কোনো প্রস্তাবই অনুমোদন লাভ করেনি। নির্ধারিত প্রস্তাব অনুযায়ী, সিনিয়র খেলোয়াড়দের পারিশ্রমিক থেকে এক বছরের জন্য ১২.৫ শতাংশ অর্থ হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়। আর্সেনালের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, মরসুমের বাকি ম্যাচগুলি যদি সম্পূর্ণ না হয় কিংবা রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, তাহলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্লাব। অফারের মধ্যে বেশ কিছু ইনসেন্টিভ যুক্ত করা হয় – যার মধ্যে বলা হয়েছে যে, খেলোয়াড়রা পরবর্তী ফুটবল মরসুমের জন্য নিজেদের নিশ্চিত করতে পারলে তাদের সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে। এই প্রস্তাব গৃহীত হলে, আর্সেনালের ২৩০ মিলিয়ন পাউন্ডের বার্ষিক বাজেট থেকে প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হত। তবে ক্লাবের খেলোয়াড়রা এই প্রস্তাবে সায় দেননি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। দ্য টেলিগ্রাফ পত্রিকার রিপোর্ট থেকে প্রথম এই বিষয়টা জানা যায়। গোল ডট কমের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রস্তাবটি খারিজ করা হয়। এই প্রস্তাবে অনুমোদনের জন্য ৭৫% খেলোয়াড়দের সমর্থন প্রয়োজন ছিল। তবে জানা গিয়েছে যে, বেতন কাটছাঁটে কিছু খেলোয়াড় সম্মতি প্রদান করলেও এই প্রস্তাব সম্পূর্ণভাবে অনুমোদন লাভ করেনি।
গোল ডট কমের একটি রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনর (পিএফএ) তরফ থেকে খেলোয়াড়দের এই বেতন কাটছাঁটের প্রস্তাব প্রত্যাখান করার পরামর্শ দেওয়া হয়। পিএফএর তরফে বলা হয়, কেবলমাত্র বেতন বিলম্বে প্রাদনের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য