করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ। বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের বাড়িতে সময় কাটাচ্ছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে পড়েছেন। গত মার্চ মাসে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। গত মার্চ মাসে তিনি পিএম কেয়ারস এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেছেন। অবশ্য তিনি যে এমনটা প্রথমবার করলেন তা নয়। যখনই মানুষ বিপদে পড়েন, তাদের পাশে দাঁড়ান মাস্টার ব্লাস্টার। একজন মহান ক্রিকেটার হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও তিনি অতুলনীয়। তার এই উদ্যোগ সর্বদা প্রশংসা অর্জন করে।
অর্থ দান করার পাশাপাশি কোভিড-১৯ মহামারিতে বিপাকে পড়া মুম্বইয়ের ৫০০০ দরিদ্র মানুষের এক মাসের রেশনের দায়িত্ব নিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার। এমনি সময়ে নানা কাজে তিনি ব্যস্ত থাকেন। তবে এখন লকডাউনের কারণে তিনি বাড়িতে রয়েছেন। স্ত্রী অঞ্জলি, পুত্র অর্জুন এবং কন্যা সারার সঙ্গে সময় কাটাচ্ছেন। ৩১ মে পর্যন্ত বর্ধিত বর্তমান লকডাউনে অধিকাংশ নাপিতের দোকান বন্ধ রয়েছে।
নাপিতের ভূমিকায় শচীন তেন্ডুলকর
তাই চুল কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেক মানুষ। তবে এক্ষেত্রে শচীনের বিশেষ অসুবিধা হচ্ছে বলে মনে হয় না। কয়েকদিন আগে মাস্টার ব্লাস্টার এই ভিডিও আপলোড করেছিলেন, যাতে দেখা যায় নিজের চুল নিজেই কাটছেন শচীন। এবার ছেলে অর্জুনের চুল কাটার জন্য নাপিতের ভূমিকা গ্রহণ করলেন মাস্টার ব্লাস্টার। তিনি একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বেশ দক্ষতার সঙ্গে অর্জুনের চুল ছাঁটছেন শচীন। এই কাজে কন্যা সারা সাহায্য করায় তাকেও ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। শচীন তার ভিডিওর ক্যাপশনে লেখেন, “বাবা হিসেবে আপনাকে সব কিছুই করতে হবে তা সে আপনার সন্তাদের সঙ্গে গেম খেলাই হোক, তাদের সঙ্গে জিম করা বা প্রয়োজনে তাদের চুল কেটে দেওয়া। আমার স্যালঁ অ্যাসিস্ট্যান্ট সারা তেন্ডুলকরকে বিশেষ ধন্যবাদ।”
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার সম্প্রতি বলেছিলেন, আধুনিক ক্রিকেটের অঙ্গ হলে শচীন ১.৩০ লক্ষাধিক রান করতেন। তেন্ডুলকর তার কেরিয়ারে ১০০টি আন্তর্জাতিক শতরানের সাহায্যে ৩৪,০০০-এরও অধিক রান তুলে নিয়েছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেন শচীন। তারপর থেকে তাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সিঁড়ি বেয়ে তিনি ক্রমশ অগ্রসর হয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচের পর ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন শচীন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য