তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। তৃতীয় এবং শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তারা ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। সিরিজের শেষ ম্যাচ চার দিনেই ফয়সলা হয়েছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় এই গ্রীষ্মে কোনো টেস্ট ম্যাচই পাঁচদিন পর্যন্ত গড়ায়নি। এর মাধ্যমে প্রমাণিত হয়, ঘরের মাঠে কতটা ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া।
জয়ের জন্য ৪১৬ রান তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কিউইদের ব্যাটিং লাইনআপ ভাঙার কাজে নেতৃত্ব দিয়েছেন নাথান লায়ন (৫ উইকেট) এবং মিচেল স্টার্ক (৩ উইকেট)। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট সংগ্রহ করেছেন অফস্পিনার নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও তিনি ৫ উইকেট তুলে নিয়েছিলেন। এই নিয়ে তৃতীয়বার কোনো টেস্ট ম্যাচে মোট ১০ উইকেট সংগ্রহের নজির সৃষ্টি করলেন নাথান লায়ন।
বিপুল রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। কিউই ওপেনার টম ব্লানডেল ও টম ল্যাথামকে শুরুতেই আউট করেন মিচেল স্টার্ক। লায়নের প্রথম শিকার ছিল জিত রাভাল। প্রথম ইনিংসে অর্ধশতরান করা গ্লেন ফিলিপস দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। ২২ রানে আউট হন রস টেলর। অবশ্য এই রানে মাধ্যমে প্রাক্তন অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে ছাড়িয়ে (৭১৭২) রস টেলর টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার হয়ে উঠেছেন। প্যাট কামিন্সের বলে বোল্ড হয়েছেন রস টেলর।
অজি বোলারদের সম্মিলিত আক্রমণে খেই হারায় নিউজিল্যান্ড। এক সময় মাত্র ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিলেন কিউইরা। তাদের উইকেটের পতন সাময়িকভাবে প্রতিরোধ করেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং বিজে ওয়াটলিং। তারা ৬৯ রানের লড়াকু পার্টনারশিপ গড়েন। তাদের পার্টনারশিপ ভাঙেন নাথান লায়ন। ৫২ রান করেছেন কলিন ডি গ্র্যান্ডহোম।
সিডনি ক্রিকেট গ্রাউেন্ড কোনো উইকেট না হারিয়ে ৪০ থেকে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শতরান করেন ডেভিড ওয়ার্নার (১৫৯ বলে ১১১ রান)। দুই উইকেট হারিয়ে ২১৭ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতে নিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশানে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- এক ঢোকে বিয়ার পান করায় নিউজিল্যান্ডের রাগবি তারকাকে এমসিজি থেকে বহিষ্কার করা হল
- আইসিসির টেস্ট র্যাংকিংকে আবর্জনা বললেন মাইকেল ভন
- বক্সিং ডে টেস্টের আগে চোট পেলেন ডেভিড ওয়ার্নার
- করোনাভাইরাসের জেরে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত
- করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অস্ট্রেলিয়া দলের বাইরে কেন রিচার্ডসন
মন্তব্য