সমগ্র বিশ্বে করোনাভাইরাস নিয়ে তৈরি হওয়ার তীব্র আতঙ্কের মধ্যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওডিআই সিরিজ সম্প্রতি বাতিল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সংস্করণ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তবে ওই সময়ের পরে আদৌ আইপিএল শুরু হবে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট ছবি দেখা যাচ্ছে না। ভারতে ধীরে ধীরে যেভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আইপিএল ২০২০ সম্পূর্ণ বাতিল করা হলেও তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে সেসব নিয়ে অনিশ্চয়তা থাকলেও একটি ব্যাপার মোটামুটি নিশ্চিত, এবারের আইপিএল বড় সড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে। আগামী দিনে কি হবে তা এখন থেকে অনুমান করা যাবে না। কিন্তু টুর্নামেন্ট যদি সম্পূর্ণভাবে বাতিল করতে হয়, তাহলে একাধিক স্টেকহোল্ডার, ক্রিকেটার, সম্প্রচারক এবং বিজ্ঞাপনদাতারা বিশাল আর্থিক ক্ষতির মধ্যে পড়বেন। এই পরিস্থিতি তৈরি হয় কি না, তা দেখার জন্য আরও ৩০ দিন মতো অপেক্ষা করতে হবে। দেখতে হবে করোনাভাইরাসের সংক্রমণ কতটা আয়ত্তের মধ্যে আছে। তার উপরেই নির্ভর করে টুর্নামেন্টে কাটছাঁট অথবা সময় থাকলে আগের মতো সম্পূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে। একমাত্র সময় সেকথা বলবে।
অজিরা আইপিএল ২০২০-তে নাও খেলতে পারেন
এদিকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ ঘিরে নতুন করে এক জটিলতা দেখা দিয়েছে। করোনাভাইরাসের জেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়ার কোনো নাগরিক এখন বিদেশে যেতে পারবেন না। এই ঘোষণার জেরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ভারতে পা দেওয়ার ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অজি প্রধানমন্ত্রীর ঘোষণা যদি পরবর্তীতেও বহাল থাকে, তাহলে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের পক্ষে এবারের আইপিএলে অংশগ্রহণ করা সম্ভব হবে না।
সরকারি ঘোষণাটি হল একটি লেভেল-চার সতর্কবার্তা। এর মানে হল, অস্ট্রেলিয়ার কোনো নাগরিক এখন বিদেশে যেতে পারবেন না। তবে এটা আবার ভ্রমণের উপর ঠিক নিষেধাজ্ঞা নয়। অস্ট্রেলীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনাকে বিদেশে যেতেই হয়, তাহলে পেশাদার নিরাপত্তা পরামর্শ গ্রহণ করুন। আপনার ভ্রমণ বিমা এক্ষেত্রে কার্যকরী হবে না। অস্ট্রেলিয়ার সরকার হয়তো এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারবে না।
অস্ট্রেলিয়া সরকারের এই ঘোষণা এপ্রিল মাসেও বহাল থাকলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে বিমার ব্যবস্থা চূড়ান্ত করতে হবে এবং তারপর আপৎকালীন পরিস্থিতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে করোনাভাইরাসের প্রেক্ষাপটে জারি করা এই পরামর্শ মেনে চলার পক্ষে মত প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে উদবেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, আমরা এসব আগে কখনো দেখিনি। কোনো কিছুই পরিকল্পনা করা যাচ্ছে না। তবে আমাদের আশেপাশে থাকা সবাইকে নিরাপদে থাকতে হবে। ভাইরাসের বিস্তার প্রতিরোধে যা করা দরকার, তা করতে হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য