ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে তিন উইকেটে পরাজিত করল বাংলাদেশ। শুক্রবার ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগাররা। বৃষ্টির কারণে ২০ ওভারের বদলে ১৮ ওভারের ম্যাচ হয়। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে জিম্বাবোয়ে। ৩২ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রায়ান বার্ল। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা করেন ৩৪ রান। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, মহম্মদ শফিউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং মোসাদ্দেক হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। মাত্র ২৬ বলে ৫২ রান করেন আফিফ হোসেন। তিনিই ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার পেয়েছেন। ত্রিদেশীয় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার ঢাকায় মুখোমুখি হবে আফগানিস্তান – জিম্বাবোয়ে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- বাংলাদেশ-জিম্বাবোয়ে টি-২০ : বিদ্যুৎ বিভ্রাটে ৯ মিনিট বন্ধ থাকল ম্যাচ
- ত্রিদেশীয় টি-২০ : চট্টগ্রামে জিম্বাবোয়েকে সহজে হারাল বাংলাদেশ
- জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দলে নাসুম আহমেদ
- সেঞ্চুরি করলেন লিটন দাস, জিম্বাবোয়েকে সহজে হারাল বাংলাদেশ
- দাপুটে জয়! জিম্বাবোয়েকে ইনিংস ও ১০৬ রানে পরাজিত করল বাংলাদেশ
মন্তব্য