ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করণ আগামী ২৯ মার্চ থেকে আরম্ভ হবে। আটটি দল শিরোপা জয়ের লড়াই শুরু করবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং গত বছরের আর এক ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের এই ওপেনিং ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আইপিএল ২০২০-এর জন্য দলগুলি তাদের অস্ত্রভাণ্ডারে দারুণ দারুণ খেলোয়াড় বেছে নিয়েছে। এই মরসুমে খেতাব জয়ের স্বপ্ন দেখা অন্যতম দল হল ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। দুর্নীতিমূলক খবর চেপে যাওয়ার কারণে বিসিবি এক বছরের জন্য শাকিব আল হাসানকে নিষিদ্ধ ঘোষণা করার পর একজন অলরাউন্ডারের খোঁজ করছিল এই ফ্র্যাঞ্চাইজি। শাকিব হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলতেন। এবারের আইপিএলের নিলামে মুশফিকুর রহিম বিক্রি হননি। তারপর থেকে আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। অবশ্য সেই পরিস্থিতির অবসান হতে চলেছে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করণে একজন বাংলাদেশীকে যুক্ত হতে দেখা যাবে। বুলবুল নামে এক তরুণ সাইড আর্ম থ্রোয়ার সানরাইজার্স হায়দরাবাদের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করবেন। এই তরুণ খেলোয়াড়কে বাংলাদেশ দেলে একজন সাইড আর্ম থ্রোয়ার হিসেবে কাজ করতে দেখা যায়। তিনি নেটে ব্যাটসম্যানদের সহায়তা করেন। এসআরএইচ ব্যাটসম্যানদের জন্য তিনি একই কাজ করবেন।
এসআরএইচে কাজ পেতে বুলবুলকে সাহায্য করেছেন তামিম ইকবাল
বিডি ক্রিকটাইম ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরণ এবং নয়া নিযুক্ত ওডিআই অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন বুলবুল। বাংলাদেশী ব্যাটসম্যানদের নেটে বুলবুলের বল ছোঁড়ার একটি ভিডিও এসআরএইচ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন চন্দ্রশেখরণ। এই ভিডিও দেখেই বুলবুলকে তাদের পছন্দ হয়। এবং আসন্ন আইপিএলের গোটা মরসুমের জন্য বুলবুলকে নিযুক্ত করেছে হায়দরাবাদ। এসআরএইচ আগামী ১ এপ্রিল তাদের প্রথম ম্যাচ খেলবে। ফ্র্যাঞ্চাইজির নেটে যোগ দিতে আগামী ২৩ মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বুলবুল। বাংলাদেশের অসংখ্য বাঁহাতি ব্যাটসম্যানকে থ্রো করার অভিজ্ঞতা রয়েছে বুলবুলের। আসন্ন মরসুমের প্রস্তুতিতে ডেভিড ওয়ার্নার এবং কোং.-এর কাজে আসবেন তিনি। এবারের নিলামের আগে বেয়ারস্টো, মণিশ পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, রশিদ খান এবং মহম্মদ নবিকে ধরে রেখেছিল হায়দরাবাদ। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ২০১৮ সালের আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে চেন্নাই সুপার কিংসের কাছে তারা পরাজিত হয়। অন্যদিকে ২০১৯ সালের প্লেঅফে পৌঁছাতে সক্ষম হয়েছিল হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে তারা সেবারের অভিযান শেষ করেছিল।
আইপিএল ২০২০-এর জন্য সানরাইজার্স হায়দরাবাদের সম্পূর্ণ স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মণিশ পাণ্ডে, বিরাট সিং, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল, বিলি স্ট্যানলেক, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নদীম, মিচেল মার্শ, ফাবিয়ান অ্যালেন, বিজয় শঙ্কর, মহম্মদ নবী, রশিদ খান, সঞ্জয় যাদব, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, বাভানাকা সন্দীপ, বাসিল থাম্পি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য