করোনাভাইরাস মহামারিতে ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টায় কোনো খামতি রাখছেন না বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার জাহানারা আলম। ১ এপ্রিল তিনি ২৭তম জন্মদিন পালন করেছেন। ঢাকায় ৫০টি পরিবারকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে তিনি সাহায্য করছেন। সমগ্র পৃথিবীর মতো বাংলাদেশেও তাণ্ডব চালাচ্ছে কোভিড-১৯। তবে তাতে জাহানারা দমে যাওয়ার পাত্র নন। দরজায় দরজায় গিয়ে জাহানারাকে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করতে দেখা যায়। নিজের জন্মদিনকে এভাবেই স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার। এই ব্যাপারে ২৭ বছর বয়সী জাহানারা বলেন, এই কঠিন সময়ে প্রত্যেকের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করা গুরুত্বপূর্ণ।
যারা অগ্রসর হচ্ছেন তাদের দেখে আশাকরি জনগণ অনুপ্রাণিত হবেন: জাহানারা আলম
বিডি ক্রিকটাইমে প্রকাশিত জাহানারার বক্তব্য, এটা লোক দেখানোর ব্যাপার নয়। তবে এখন একে অপরের থেকে অনুপ্রাণিত হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। আমি ঢাকায় রয়েছি, তাই সমস্ত কাজ নিজেকেই করতে হবে। এর জন্য প্রস্তুত হতে আমার তিন দিন সময় লেগেছে। আজ ঈশ্বর সহায় হয়েছেন, তাই জিনিসপত্রগুলি বিতরণ করতে সক্ষম হয়েছি।
খাবার সংগ্রহের জন্য প্রত্যেকদিন যাদের সংগ্রাম করতে হয়, তাদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন জাহানারা। খুলনার কন্যা এই ক্রিকেটার তাই অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যারা অগ্রসর হচ্ছেন তাদের দেখে আশাকরি জনগণ অনুপ্রাণিত হবেন। কেউ যদি একজন ব্যক্তিকে বা একটা পরিবারকে সহায়তা প্রদান করতে পারেন, তবে সেটাই হোক। কারণ আমাদের সমাজের একটা বড় অংশের মানুষ এখনও খাবার সংগ্রহের জন্য রোজ সংগ্রাম করেন। দুপুরের খাবার খাওয়ার পর তারা জানেন না তাদের কপালে রাতের খাবার জুটবে কি না। সুতরাং এই অবস্থায় যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা নিজেদের খাবার জোগাড় করতে পারছেন না। প্রথমে তাদের রোজকার খাবার প্রয়োজন। তাই তাদের সাহায্য করা, দরজায় দরজায় গিয়ে জিনিসপত্র পৌঁছে দেওয়া প্রয়োজন। কেবলমাত্র তখনই সবাই বিপদমুক্ত হবেন।
জাহানারা ছাড়াও বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। মাশরফি মোর্তাজা এবং মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটাররা কিছু পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন। একই কাজ করছে শাকিব আল হাসানের ফাউন্ডেশন। ইতিমধ্যে বাংলাদেশের ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দান করেছেন, সবচেয়ে বেশি অর্থ দান করেছেন তামিম ইকবাল। ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) বাবদ ৪ লক্ষ অর্থরাশি বাদ যাওয়ার পর প্রায় ২৬ লক্ষ টাকা করোনার ত্রাণে দান করেছেন এই ২৭ জন ক্রিকেটার।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য