শ্রীলঙ্কার বিরুদ্ধে সফলভাবে সিরিজ আয়োজনের পর পাকিস্তানের আশা ছিল তারা নিজেদের দেশের মাটিতে আর একটা টেস্ট সিরিজের আয়োজন করবে। তবে আপাতত সেই আশায় জল ঢেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সীমিত ওভার এবং টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিসিবি জানিয়ে দিয়েছিল, তাদের দলের অনেক সিনিয়র ক্রিকেটর পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন। বিশেষত তাদের কেউই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী নন। টি-২০ সিরিজের ব্যাপার নিয়ে ভাবনাচিন্তা চলছিল।
বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছে চিন্তার বিষয় হল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্প্রতি টি-২০, ওডিআই এবং টেস্ট সিরিজ আয়োজন করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি করেছে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। তাদের দেশে সফরকারী ক্রিকেট দলকে রাষ্ট্রপতিদের সমতুল সুরক্ষা প্রদান করা হয়। ফলে বিপদের কোনো আশঙ্কা নেই। তবে বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়রা এই আশ্বাসেও ভরসা রাখতে পারছেন না। বিষয়টি নিয়ে রবিবার বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি আধিকারিকরা। পাকিস্তান সফরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র প্রয়োজন। সেই বিষয় নিয়েই গতকালের বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়, স্বল্প সময়ের সিরিজ, অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলার জন্যই পাকিস্তানে যাবে বাংলাদেশ। প্রত্যাশিতভাবে, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে খুশি নয় পাকিস্তান। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
বৈঠকের পর ঢাকায় সাংবাদিক সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান এই খবর জানিয়েছেন। বিসিবি সুপ্রিমো স্পষ্টভাবে জানান, এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার একমত। বিশেষত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার পর কেবলমাত্র ছোটো সফরের জন্য পাকিস্তানে দল পাঠানো যেতে পারে। টেস্ট খেলার জন্য পাকিস্তানে দল পাঠানোর ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।
হাসানের এই মন্তব্যের মানে হল, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ কেবলমাত্র টি-২০ সিরিজ খেলতে পারে। ডিসেম্বর মাস থেকে এই কথাই বলে আসছিল বিসিবি। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হল। তবে এখনই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া নিশ্চিত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির আলোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তান এই প্রস্তাবিত সিরিজের শুরু থেকেই বলে আসছিল, তাদের দেশে বাংলাদেশের টেস্ট খেলতে না আসার কোনো ন্যায্য কারণ নেই। তারা কোনোভাবেই নিরপেক্ষ কেন্দ্রে টেস্ট সিরিজ খেলবে না। বিসিবির এই ঘোষণার পর পাকিস্তান কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়। ক্রিকইনফোকে হাসান বলেন, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এবার ওদের (পিসিবি) প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। নিরাপত্তার দিক থেকে বলতে হয়, টি-২০ একটি ভালো বিকল্প। ওদের খুশি হওয়া উচিত যে আমরা টি-২০ খেলার জন্য প্রস্তুত। আমরা সফরে যাব না বলিনি। শুধু টেস্ট ম্যাচের সূচী পরিবর্তনের কথা বলেছি। এটাই পাকিস্তানের কাছে আমাদের দেওয়া সেরা প্রস্তাব।
পাকিস্তানে টি-২০ আন্তর্জাতিক খেলবে বাংলাদেশ
বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এখন পাকিস্তানে কোনো টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত নয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তাবিত এই সফরে তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই তিনটি ম্যাচই লাহোরে ২৩, ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়েছিল। তার পর দুটি টেস্ট ম্যাচ যথাক্রমে রাওয়ালপিণ্ডি এবং করাচিতে আয়োজন করার কথা ছিল। তবে বিসিবির স্পষ্ট জবাব, তারা পাকিস্তানে কোনোভাবেই টেস্ট সিরিজ খেলতে ইচ্ছুক নয়।
বিসিবি পরে দুটি ভাগে সিরিজকে বিভক্ত করতে চেয়েছিল। একটি ভাগে থাকবে টি-২০ আন্তর্জাতিক, যা পাকিস্তানে অনুষ্ঠিত হবে। আর একটি ভাগে থাকবে টেস্ট সিরিজ, যা নিরপেক্ষ কোনো ভেনুতে আয়োজন করা হবে। এমনকি বিসিবি এই প্রস্তাবও দেয় যে দুটি টেস্টের মধ্যে একটি টেস্ট পাকিস্তানে আর একটি টেস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হোক। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি। তাদের জবাব, হোম সিরিজের ম্যাচ পাকিস্তানেই হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সফলভাবে সীমিত ওভার এবং টেস্ট সিরিজ আয়োজন করার পর মনে করা হচ্ছিল এবার ধীরে ধীরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটবে। তবে বিসিবির সিদ্ধান্ত পাকিস্তানের সেই প্রত্যাশাকে জোর ধাক্কা দিয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য