বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম বদলানো হচ্ছে। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এবার এই টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল বা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। স্বদেশী বিভিন্ন নামের ভিত্তিতে এখন বিশ্বের বিভিন্ন দেশের টি-২০ টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে। যেমন গত বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া টি-২০ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে মাজানসি সুপার লিগ। এবার সেই পন্থা অবলম্বন করল বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার পর ঢাকায় এই ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। প্রসঙ্গত, বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তির মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই এবার থেকে বিপিএল পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৬ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
২০২০ সালে মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করবে বাংলাদেশ। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দেশের প্রথম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে টি-২০ লিগের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুজিবুর রহমান তার বাড়িতেই খুন হন। পরিবারের অন্যান্য সদস্যদেরও মেরে ফেলা হয়। তবে সেদিন বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা মুজিবুর-কন্যা শেখ হাসিনা।
২০১২ সালে পথ চলা শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখনও পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি সংস্করণে ঢাকা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে (দুবার গ্ল্যাডিয়েটর এবং একবার ডায়নামাইটস নামে)। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুবার এবং রংপুর রাইডার্স একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৬ সাল থেকে পর পর তিনবার বিপিএলের ফাইনালে পৌঁছেছিল ঢাকা ডায়নামাইটস। এর মধ্যে মাত্র একটি ফাইনালে তারা জয়ী হয়েছে। গত বছর সহ বিপিএলের তিনটি মরসুমে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শাকিব আল হাসান।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য