করোনাভাইরাস নিয়ে তৈরি হওয়া আপৎকালীন পরিস্থিতির জেরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ১৭ মার্চ, মঙ্গলবার থেকে তাদের অফিস বন্ধ করবে। এই মারণ ভাইরাসের প্রকোপে ইতিমধ্যে ক্রিকেট সহ বিশ্বের একাধিক ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিসিসিআই কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস এখনও ভারতে সেরকম তাণ্ডব না দেখালেও কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাই প্রতিরোধমূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
ভারতীয় ক্রিকেটের উপর প্রভাব সৃষ্টি করেছে করোনাভাইরাস
ভারতীয় ক্রিকেটের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে করোনাভাইরাস। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারী বৃষ্টিপাতের জেরে মাঠের অবস্থা খেলার পক্ষে উপযুক্ত না হওয়ায় ওই ম্যাচ বাতিল করা হয়। এরপর করোনাভাইরাসের জেরে লখনউ এবং কলকাতায় অনুষ্ঠিতব্য বাকি দুটি ওডিআই ম্যাচ বাতিল করা হয়। ২০১৯-২০ মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা এবং সৌরাষ্ট্র ম্যাচের শেষ দিন ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এছাড়া আসন্ন ইরানী ট্রফির ম্যাচ স্থগিত করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিমধ্যে আসন্ন সংস্করণ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার বদলে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে আইপিএল যদি আদৌ অনুষ্ঠিত হয়, তাহলে সেটি ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশেষ কয়েকটি ক্ষেত্র ব্যতীত বিদেশিদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে ভারত সরকার। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের (কেএক্সআইপি) কো-ওনার নেস ওয়াদিয়া সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিক করোনাভাইরাস সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের প্র্যাকটিস সেশন বাতিল করে খেলোয়াড়দের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এছাড়া ২১ মার্চ থেকে শুরু হতে চলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ট্রেনিং ক্যাম্পও বাতিল ঘোষণা করা হয়েছে। আপাতত আইপিএল ২০২০ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বে তাণ্ডব সৃষ্টি করেছে। এই মারণ ভাইরাস ইতিমধ্যে প্রায় ৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তের সংখ্যাল দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। চিনের পাশাপাশি ইতালি, ইরানে এই ভাইরাস মহামারি সৃষ্টি করেছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য