বুধবার গ্রেটার নয়ডায় প্রো কবাডি লিগের ম্যাচে তামিল থালাইভাসকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে দিল বেঙ্গল ওয়ারিয়র্স। শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়ারিয়র্সদের হয়ে ভালো খেলেছেন সুকেশ হেগড়ে (৬ রেইড পয়েন্ট), মহম্মদ নবীবক্স (৭ পয়েন্ট) এবং রিঙ্কু নারওয়াল (হাই ৫ সহ ৫ ট্যাকল পয়েন্ট)। এই জয়ের মাধ্যমে প্রো কবাডি লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ওয়ারিয়র্স। অন্যদিকে এই ম্যাচে থালাইভাসদের হয়ে রাহুল চৌধুরি সাত পয়েন্ট স্কোর করেছেন। যদিও তা কাজে আসেনি। এই ম্যাচের মাধ্যমেই এবারের সপ্তম প্রো কবাডিতে অভিযান শেষ করল থালাইভাস। তরকাখচিত চেন্নাইয়ের এই দল এবারের গোটা মরসুমে মাত্র চারটি ম্যাচে জয়ী হয়েছে।
আগের ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে পরাজিত করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল থালাইভাস। ওয়ারিয়র্সদের বিরুদ্ধে শুরুটাও তারা ভালো করেছিল। উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে দুই দলের স্কোর ছিল ১৩-১৩। কিন্তু দ্বিতীয়ার্ধে থালাইভাসকে ছাপিয়ে যায় ওয়ারিয়র্স। সৌজন্যে তাদের রেইডার নবীবক্স এবং সুকেশ।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য