বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ ফরম্যাটে নিজেকে সেরা প্রমাণিত করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবী। এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। চলতি মাস থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে নবীকে নিয়োগ করা হয়েছে।
সাত দলীয় এই টুর্নামেন্ট ১১ ডিসেম্বর থেকে আরম্ভ হবে। প্রতিযোগিতার উদবোধনী দিনে প্রথম ম্যাচে নবীর নেতৃত্বাধীন রংপুর রেঞ্জার্স খেলবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে। প্রসঙ্গত, আগে রংপুর রাইডার্স নামে পরিচিত এই দল তাদের প্রথম এবং একমাত্র বিপিএল খেতাব জিতে নিয়েছিল ২০১৭ সালে। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় মাশরফি মোর্তাজা গত মরসুমে রংপুরের অধিনায়ক ছিলেন। বিপিএলের গত মরসুমে তারা প্লেঅফে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।
মহম্মদ নবীর অধিনায়কত্বের খবর নিশ্চিত করেছে বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইট। তাকে ঘিরে প্রত্যাশার পারদ কতটা চড়ছে, সেই সম্পর্কে ওয়াকিবহলা এই আফগান তারকা। নবীর বিপিএলে পর্যাপ্ত অভিজ্ঞতা আছে। ২০১৩ সালে তিনি সিলেট রয়্যালস দলে ছিলেন। ডেবিউ মরসুমেই সবার নজর কাড়েন নবী। ব্যাট ও বল হাতে তিনি দারুণ পারফরমেন্স করেন। ১৮ উইকেট সহ দলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে তিনি টুর্নামেন্ট শেষ করেন।
২০১৫ সালে তাকে বেছে নেয় রংপুর রাইডার্স। তবে ওই মরসুমে নবী খুব একটা ভালো খেলতে পারেননি। তিনি মাত্র সাত উইকেট সংগ্রহ এবং ৩৭ রান স্কোর করতে সক্ষম হয়েছিলেন। তারপর নবী ২০১৬ সালের টুর্নামেন্টের জন্য চট্টগ্রাম ভাইকিংস দলে স্বাক্ষর করেন। ওই মরসুমে তার একপ্রকার প্রত্যাবর্তন ঘটে। টুর্নামেন্টে মোট ১৯ উইকেট তুলে নেন এই আফগান অফ স্পিনার। একই মরসুমে তিনি বিপিএলে প্রথম হাফ সেঞ্চুরি করেন।
২০১৭ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন। তারপর এই মরসুমে রেঞ্জার্সে এলেন তিনি। সারা বিশ্বে টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন নবী। ফলে ক্রিকেটের এই ফরম্যাটে তার পর্যাপ্ত অভিজ্ঞতা আছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই অলরাউন্ডার বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগেও খেলেছেন।
তাকে শেষবার খেলতে দেখা যায় গত মাসে আবু ধাবি টি-১০ লিগে। দিল্লি বুলসের হয়ে তিনি খেলেছেন। এখনও পর্যন্ত ২৩৮ ম্যাচ থেকে ২৩৯ উইকেট সংগ্রহের পাশাপাশি নবীর ঝুলিতে আছে ৩,৬১৭ রান।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য