ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম সংস্করণ আরম্ভ হতে আর মাত্র তিন সপ্তাহেরও কম সময় বাকি। উদবোধনী ম্যাচে আগামী ২৯ মার্চ মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে করোনাভাইরাসের আতঙ্কের কারণে কিছুটা হলেও আইপিএলের প্রস্তুতির ছন্দ পতন হয়েছে। কর্ণাটক সরকার জানিয়েছে, তারা বেঙ্গালুরুতে আইপিএল ম্যাচের আয়োজন করতে পারবে না।
কর্ণাটকের স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াতকারী বেঙ্গালুরুর এক বাসিন্দার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর পেশায় তথ্যপ্রযুক্তী কর্মী ওই ব্যক্তি এখনও পর্যন্ত ২,৬৬৬ জন মানুষের সঙ্গে মেলামেশা করেছেন বলে জানা গিয়েছে। তাকে বর্তমানে বেঙ্গালুরুর রাজীব গান্ধি ইন্সটিটিউট অব চেস্ট ডিজিজেস (আরজিআইসিডি)-তে পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী নোটিশ প্রদান না করা পর্যন্ত আইটি সংস্থা সহ বেঙ্গালুরু এরিয়ার সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও আসন্ন আইপিএলে করোনাভাইরাসের প্রভাব নিয়ে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। যদিও সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছিলেন যে নির্ধারিত সূচী অনুযায়ী আইপিএল অনুষ্ঠিত হবে। আইপিএল বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে বেঙ্গালুরুর ঘটনার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।
বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে
স্থানীয় সংবাদ চ্যানেল দ্বিগবিজয় ২৪/৭ এর একটি রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসের আশঙ্কায় চলতি বছরের আইপিএল স্থগিত বা বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছে কর্ণাটক সরকার। ওই রিপোর্টে এও দাবি করা হয়, কর্ণাটক সরকার বেঙ্গালুরুতে আইপিএল ম্যাচের আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, বেঙ্গালুরু হল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হোম সিটি। এই শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের সমস্ত হোম ম্যাচ আয়োজিত হয়। এর আগে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে করোনাভাইরাসের আশঙ্কার মধ্যে আইপিএল আয়োজন নিয়ে উদবেগ প্রকাশ করেছিলেন। তার দাবি ছিল, নির্ধারিত সময়ের পরে আইপিএল আয়োজন করা হোক। তোপে আগে বলেছিলেন, যখন প্রচুর মানুষ একত্রে জড়ো হন, তখন এটির (ছোঁয়াচে করোনাভাইরাস) বিস্তারের ঝুঁকি থাকে....এই ধরণের ইভেন্ট (আইপিএল) পরে আয়োজন করা যেতে পারে।
আইপিএল বাতিল করার অনুরোধ করার পাশাপাশি কর্ণাটক সরকার জানিয়েছে, তারা আসন্ন আইপিএলে ম্যাচের আয়োজন করতে পারবে না। এই মর্মে বিসিসিআই কি অবস্থান গ্রহণ করে এখন সেটাই দেখার বিষয়। আপাতত যা চিত্র, তাতে আইপিএলের আসন্ন মরসুম ঘিরে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আমিরশাহীতে আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? উত্তর দিলেন ব্র্যাড হগ
- আমার থেকে বিরাট কোহলি অনেক বেশি ভরসাযোগ্য: এবি ডিভিলিয়ার্স
- আইপিএলে বিরাট কোহলির দলে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ড্যানিয়েল ওয়াট
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর বদলে যায় লাজুক যুজবেন্দ্র চাহালের ব্যক্তিত্ব
- সর্বকালের সেরা আইপিএল একাদশ বাছলেন জেপি ডুমিনি, দলের অধিনায়ক বিরাট কোহলি
মন্তব্য