করোনাভাইরাসের কারণে এখন গোটা দেশেই চলছে লকডাউন। অধিকাংশ অফিস বন্ধ। ব্যতিক্রম নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অফিস। ইতিমধ্যে বিসিসিআই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম সুবিধা প্রদান করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বিসিসিআইয়ের মুম্বইয়ের অফিস। বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এখন কলকাতায়। বেহালার বাড়িতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি জানিয়েছেন, শেষ কবে তিনি সৌরভকে এত দীর্ঘ সময়ের জন্য বাড়িতে দেখেছেন তা মনে করতে পারছেন না!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দাদার ব্যস্ততা কমেনি। ধারাভাষ্যকার এবং ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব সামলেছেন। এখন বিসিসিআইয়ের শাসনভার রয়েছে কলকাতার রাজপুত্রের হাতে। ক্রিকেট প্রশাসন পরিচালনা ছাড়াও রিয়েলিটি শো পরিচালনা করতেও দেখা যায় সৌরভকে। এর পাশাপাশি রয়েছে অজস্র অ্যাড ফিল্ম শুট সহ অন্যান্য বাণিজ্যিক কাজকর্ম। সব মিলিয়ে তার রীতিমতো নাওয়া-খাওয়ার সময় থাকে না। তবে করোনাভাইরাস সেসব রুটিন পাল্টে দিয়েছে। আপাতত ঘরবন্দি সৌরভ।
ভারতের প্রাক্তন অধিনায়কের স্ত্রী ডোনা একজন দক্ষ নৃত্য শিক্ষিকা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন হঠাৎ বদলে গিয়েছে। যদিও রোজকার দৌঁড়-ঝাঁপ থেকে একটু বিরতি পেয়ে পরিবার ভীষণ খুশি। তবে আমরা এখন চিন্তিত যে কোভিড-১৯ নিয়ে এখনও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তবে ডোনার আশা, ভারতের অবস্থা চিনের মতো হবে না। বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছেন সৌরভ? এই প্রশ্নের জবাবে ডোনা জানান, সৌরভ সিনেমা দেখছেন, জিম করছেন এবং বাড়ির সবার সঙ্গে কথা বলছেন।
নেটফ্লিক্সে প্রায় সমস্ত সিনেমা দেখেছে: সৌরভ গাঙ্গুলির স্ত্রী
এবিপি আনন্দে ডোনা বলেন, শেষ কবে মহারাজকে (সৌরভ) এত দীর্ঘ সময় বাড়িতে দেখেছি মনে করতে পারছি না। সারা বছরই ওর ব্যস্ত শিডিউল থাকে। প্রচুর ট্যুর করতে হয়। তবে এখন ও সকালে দেরিতে ঘুম থেকে উঠছে। কখনো কখনো জিমে যাচ্ছে। তবে অধিকাংশ সময় বাড়িতেই রয়েছে। আমাদের সঙ্গে কথা বলছে। সিনেমা দেখছে।
ডোনা আরও যোগ করেন, নেটফ্লিক্সের প্রায় সমস্ত সিনেমা দেখে ফেলেছে সৌরভ। ‘আর্টিকেল ১৫’ দেখল। আগে সানা মোবাইল অ্যাপে এসব দেখত। আমরা বিশেষ আগ্রহ দেখাতাম না। তবে এখন আমরা সবাই দেখছি। আমরা ‘দ্য ব্রেক আপ’ দেখলাম। তখন আমরা যদি পছন্দ করতাম, তাহলে অন্যদের সাজেশানও দিতাম।
সৌরভের কন্যা সানা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন। তাই এখন সানা রান্ন শিখতে ব্যস্ত। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিও সানাকে রান্না শেখানোর ব্যাপারে সাহায্য করছেন।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত বেড়ে হয়েছে ২৯। সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭,২০,০০০-এরও বেশি। মৃতের সংখ্যা ৩৫,০১৬।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য