কেন্দ্রীয় চুক্তির একটি শর্ত লঙ্ঘন করার জন্য দীনেশ কার্তিকের পেশ করা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) প্রথম ম্যাচ চলাকালীন তাদের ড্রেসিংরুমে কার্তিককে দেখা গিয়েছিল। ত্রিনিদাদে কুইন্স পার্ক ওভালে সেন্ট কিটিস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
সদ্য নিযুক্ত টিকেআরের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের পাশে কার্তিককে দেখা যায়। ম্যাচ চলাকালীন এই দৃশ্য বারবার ক্যামেরায় ধরা পড়ে। টিকেআরের জার্সি পরেই ড্রেসিংরুমে বসে থাকতে দেখা যায় এই ভারতীয় ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজের নয়া অধিনায়ক পোলার্ডের নেতৃত্বে তারা এই ম্যাচে ১১ রানে জয়ী হয়।
টিকেআরের ড্রেসিংরুমে গিয়ে চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, দীনেশ কার্তিকের ক্ষমা বিসিসিআই গ্রহণ করেছে। এখন বিষয়টি একটি সমাপ্ত অধ্যায়।
প্রসঙ্গত, সিপিএলের ওই ম্যাচে উপস্থিত থাকার দরুণ কার্তিককে কারণ দর্শানোর নোটিশ ধরায় বিসিসিআই। তিনি সেখানে কেন গিয়েছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়। এরপর তামিলনাড়ুর ক্রিকেটার কার্তিক তার জবাবে বোর্ডকে জানান, টিকেআরের ড্রেসিংরুমে যাওয়ার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। তবে কার্তিক এও জানিয়েছেন, ব্রেন্ডন ম্যাককালামের অনুরোধেই তিনি সেখানে গিয়েছিলেন। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারকে নিয়োগ করা হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে কেকেআরে ছিলেন ম্যাককালাম। এই বছর কানাডায় গ্লোবাল টি-২০ লিগের সমাপ্তির পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। চলতি বছরের প্রথম দিকে কেকেআরের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জ্যাক কালিস। প্রসঙ্গত, তিনিও ২০১১ সালে খেলোয়াড় হিসেবে কেকেআরে যোগ দিয়েছিলেন। সাইমন কাটিচও আইপিএলে কলকাতা দলের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিয়েছেন।
এবারের বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারেননি কার্তিক। তারপর তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি মাত্র ম্যাচে খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া ভারতীয় দলে তাকে নেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও কার্তিক খেলার সুযোগ পাননি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- প্রথম ভারতীয় হিসেবে সিপিএল ২০২০-তে অংশগ্রহণ করবেন প্রবীণ তাম্বে
- ১৮ আগস্ট থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২০
- রামনরেশ সারওয়ান এবং জামাইকা তাল্লাওয়াহসের বিরুদ্ধে মন্তব্যের জেরে শাস্তি পেতে পারেন ক্রিস গেইল
- ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে যাওয়ায় দীনেশ কার্তিককে শোকজ করল বিসিসিআই
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
মন্তব্য