করোনাভাইরাস নিয়ে সমগ্র বিশ্বে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাতিল বা স্থগিত করা হয়েছে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান অলিম্পিক এবছর টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা। করোনাভাইরাসের কারণে সেই ক্রীড়া অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউজিল্যান্ড সফর থেকে ফিরে আসার পর এবার ভারত তাদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে। এই সিরিজ শেষ হওয়ার কয়েকদিন পর শুরু হবে আইপিএল ২০২০। করোনাভাইরাস নিয়ে ভারতেও আতঙ্ক দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে জল্পনা করা হয়, ভারতের এই আসন্ন টি-২০ টুর্নামেন্ট স্থগিত করা হতে পারে। যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন, এরকম কোনো সম্ভাবনা নেই। নির্ধারিত সূচী অনুযায়ী আইপিএল ২০২০ অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়ে দিয়েছে, তাদের ভারত সফর পূর্ব নির্ধারিত সূচী মেনেই অনুষ্ঠিত হবে। ভারতেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কেবলমাত্র দিল্লিতেই আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে চব্বিশ ছাড়িয়েছে। তাই ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সমস্ত দিক বিবেচনা করার পর সিএসএ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ভারত সফরের সূচীতে কোনো রদবদল করা হবে না। শুক্রবার সিএসএ এই মর্মে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভারত এবং দলের (দক্ষিণ আফ্রিকা) ট্রানজিট রুট যাত্রার জন্য নিরাপদ। তবে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকা। তাই ভারত সফরে তাদের দলের সঙ্গে থাকবেন সিএসএর চিফ মেডিকেল অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা।
রবিবার সকালে ভারতের উদ্দেশে রওনা হবে দক্ষিণ আফ্রিকা। তারা দুবাই হয়ে ভারতে আসবে। ১২ মার্চ ধরমশালায় প্রথম ওডিআই খেলার জন্য যাওয়ার আগে সফরকারী দল দিল্লিতে একদিন কাটাবে। অবশিষ্ট দুটি ম্যাচ যথাক্রমে ১৫ এবং ১৮ ফেব্রুয়ারি লখনউ এবং কলকাতায় অনুষ্ঠিত হবে। এই তিনটি ভেনু শহর (ধরমশালা, লখনউ এবং কলকাতা) থেকে এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। সিএসএর বিবৃতিতে বলা হয়েছে, ঝুঁকি কম রয়েছে। তবুও উচ্চ সংক্রামক এই রোগ প্রতিরোধে সাবধানতামূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ট্রাভেল কিট প্রদান করা ছাড়াও পরিচ্ছন্নতা বজায় রাখা, কি কি এড়িয়ে চলা প্রয়োজন এবং উপসর্গের ব্যাপারে দলকে অবগত করা হয়েছে।
সিরিজের পর দক্ষিণ আফ্রিকার সামান্য কয়েকজন খেলোয়াড় ভারতে থাকবেন
এক বছরেরও কম সময়ের মধ্যে ফের ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। গত বছরের সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক এবং তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজটি ১-১ ড্র হয়েছিল। অন্যদিকে টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই দেশের আসন্ন ওডিআই সিরিজ সম্পন্ন হবে। তারপর দক্ষিণ আফ্রিকার একাধিক খেলোয়াড় আইপিএলে অংশগ্রহণের জন্য ভারতে থেকে যাবেন। আগামী ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হবে। চলবে ২৪ মে পর্যন্ত। এই লিগ করোনাভাইরাসের কারণে স্থগিত করা হবে না বলে ইতিমধ্যে আয়োজকদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত করোনাভাইরাসের কারণে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়নি।
- ODI Series India vs South Africa
- South Africa
- India
- India VS South Africa ( Mar 12,2020 )
- India VS South Africa ( Mar 15,2020 )
- India VS South Africa ( Mar 18,2020 )
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ: লখনউ, কলকাতায় দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হতে পারে ম্যাচ
- ভারতের মাঠে ভারতকে পরাজিত করা প্রায় অসম্ভব: অ্যালবি মর্কেল
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই
- ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
- করোনাভাইরাসের জেরে বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ
মন্তব্য