ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের আসন্ন ওডিআই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে প্রাক্তন অধিনায়ক ফাফ দুপ্লেসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১২ মার্চ থেকে এই সিরিজ আরম্ভ হবে। গত বছর ইংল্যান্ডে হতাশাজনক বিশ্বকাপের পর এই প্রথমবার ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন দুপ্লেসি। কয়েকদিন আগেও তার ওডিআই ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে তাকে বাদ দিয়েই প্রোটিয়া নির্বাচকরা দল বাছাই করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজ আরম্ভের পূর্বে সমস্ত ফরম্যাটে দুপ্লেসি অধিনায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিচ্ছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা বর্তমানে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। প্রথম ওডিআইতে বোল্যান্ড পার্কে হেইনরিখ ক্লাসেনের শতরানের দৌলতে ২৯১ তোলে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয়ী হওয়ার পর প্রোটিয়ারা সিরিজে এগিয়ে রয়েছেন। কয়েকটি পরিবর্তন বাদ দিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়া দলই ভারত সফরে রওনা হবে। ওডিআই ডেবিউতে প্রথম বলেই শূন্য রানে আউট হওয়া জানেমান মালানের বদলে ফাফ দুপ্লেসিকে দল অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে স্পোর্ট ২৪-এর রিপোর্ট অনুযায়ী, ভারত সফরের সময় চায়নাম্যান বোলার তাবরেইজ শামসির সন্তানের জন্ম হতে পারে। তাই তিনি ভারত সফরে যাবেন না।
প্রত্যাবর্তন করলেন জর্জ লিন্ডে
শামসির বদলে প্রোটিয়া দলে এসেছেন জর্জ লিন্ডে। ভারতের মাটিতে তার ওডিআই ডেবিউ হতে পারে। গত বছর ভারতে টেস্ট সিরিজের সময় দক্ষিণ আফ্রিকার একমাত্র ইতিবাচক দিক হয়ে উঠেছিলেন এই খেলোয়াড়। তিনি একটিমাত্র টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে দুই ইনিংসে তিনি করেছিলেন ৬৪ রান। ওই ম্যাচে চার উইকেট তুলে নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
দক্ষিণ আফ্রিকায় চলতি ঘরোয়া ওয়ান ডে কাপেও ভালো পারফরমেন্স করেছেন লিন্ডে। কেপ কোবরার হয়ে তিনি ১১৬.৯১ স্ট্রাইক রেটে প্রায় ৩২ গড় সহ সাতটি ইনিংসে মোট ১৫৯ রান করেছেন। এর পাশাপাশি ৫.৭১ ইকোনমিতে তিনি সাতটি উইকেট সংগ্রহ করেছেন। কুঁচকির চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জোন্ডি বলেন, দলে স্থান পেতে এত প্রতিযোগিতা দেখে ভালো লাগছে। নির্বাচকদের কাছে এটা একটা ভালো মাথাব্যথা। আমাদের বাছাই করা দল নিয়ে আমরা সন্তুষ্ট। ভারত সফর নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হতে চলেছে। গত বছর সফরে যাওয়া টি-২০ দলে আমরা কিছু সম্ভাবনাময় খেলোয়াড় দেখেছি। জর্জ লিন্ডের মতো খেলোয়াড়কে আমরা আরও একটা সুযোগ দিতে চাই, যাতে অপরিচিত পরিবেশে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। দলে যুবশক্তি এবং অভিজ্ঞতার ভারসাম্যে আমরা বিশেষভাবে খুশি। এই ছোটো সফরে আমরা কিছু ভালো পারফরমেন্সের অপেক্ষায় রয়েছি।
ভারতে ওডিআইয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ওডিআই স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, রেইসে ভান দার দাসেন, ফাফ দুপ্লেসি, কাইলি ভেরিন্নে, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেহলুকায়ো, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, বেরুন হেন্ড্রিক্স, অনরিচ নর্তজে, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।
- ODI Series India vs South Africa
- South Africa
- India
- India VS South Africa ( Mar 12,2020 )
- India VS South Africa ( Mar 15,2020 )
- India VS South Africa ( Mar 18,2020 )
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ: লখনউ, কলকাতায় দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হতে পারে ম্যাচ
- ভারতের মাঠে ভারতকে পরাজিত করা প্রায় অসম্ভব: অ্যালবি মর্কেল
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই
- করোনাভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও নির্ধারিত সূচী অনুযায়ী ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা
- করোনাভাইরাসের জেরে বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ
মন্তব্য