বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া। তবে তার আগেই অজি শিবির জোর ধাক্কা খেল। বহু প্রতিক্ষিত এই ম্যাচ আরম্ভের আগে প্র্যাকটিস সেশন চলাকালীন নিজের হাতের বুড়ো আঙুলে চোট পেলেন ডেভিড ওয়ার্নার। আয়োজক অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন কিউইদের থেকে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে আগুনে ফর্মে রয়েছেন। ২০১৯ সালের শোচনীয় অ্যাশেজের পর নিশ্চিতভাবে দীর্ঘতর ফরম্যাটে তিনি তার হারানো ফর্ম ফিরে পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়ার্নার একটি ১৫০ প্লাস ইনিংস এবং একটি ম্যাজিকাল তৃশত রান সহ মোট ৪৮৯ রান সংগ্রহ করেছিলেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন তিনি। দুটি ইনিংসে তিনি যথাক্রমে ৪৩ এবং ১৯ রান স্কোর করেন।
প্রশ্নের মুখে ডেভিড ওয়ার্নারের চোট?
অস্ট্রেলিয়ার সহকারী কোচ গ্রেম হিকের থেকে থ্রোডাউন নিয়ে নেটে ব্যাট করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পান অজি ওপেনার। হাতে বল লাগার সঙ্গে সঙ্গে তিনি ব্যাট ছুঁড়ে দেন এবং হাতের গ্লাভস খুলতে গিয়ে বেশ সমস্যায় পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকা ওয়ার্নারের কাছে দৌড়ে আসেন দলের চিকিৎসক রিচার্ড স। চেঞ্জিং রুমে তার চোট বিশদে পরীক্ষা করে দেখা হয়।
পরে ওয়ার্নার নেটে ফিরে আসেন। বোলিং কোচ ট্রয় কুলির কাছ থেকে তিনি হালকা থ্রোডাউন নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। তবে আঙুলের ব্যথা যে সম্পূর্ণরূপে গায়েব হয়নি তা ওয়ার্নের মুখের ভাবভঙ্গি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ফুলে যাওয়া বুড়ো আঙুলের ফলে তিনি ভালোকরে ব্যাট ধরতেই পারছিলেন না। মেলবোর্নে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর নির্ধারিত ২য় টেস্ট ম্যাচ আরম্ভ হওয়ার পূর্বে ওয়ার্নারের চোট আরও কাছ থেকে পরীক্ষা করে দেখবে টিম ম্যানেজেমেন্ট।
পেসার জশ হ্যাজলউডের পর দ্বিতীয় অজি খেলোয়াড় হিসেবে জখমদের তালিকায় ঢুকতে পারে ডেভিড ওয়ার্নারের নাম। এক্ষেত্রে দলের তরফ থেকে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে ডেভিড ওয়ার্নারের হাতের বুড়ো আঙুল সম্পূর্ণ সুস্থ নয়। তিনি যে ভালোভাবে ব্যাট ধরতেই পারছেন না সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। বক্সিং ডে টেস্টে অজি দলের প্রথম একাদশে তাকে অন্তর্ভুক্ত করার আগে দুবার ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। ওয়ার্নার যদি শেষ পর্যন্ত বক্সিং ডে টেস্ট থেকে বাদ পড়েন, সেক্ষেত্রে তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মার্কাস হ্যারিস অথবা ক্যামেরন ব্যানক্রফ্ট। প্রথম টেস্টের পর ২য় টেস্ট জিতে কিউইদের বিরুদ্ধে সিরিজে অপরাজেয় লিড সংগ্রহ করার জন্য মুখিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- এক ঢোকে বিয়ার পান করায় নিউজিল্যান্ডের রাগবি তারকাকে এমসিজি থেকে বহিষ্কার করা হল
- আইসিসির টেস্ট র্যাংকিংকে আবর্জনা বললেন মাইকেল ভন
- ওয়ার্নারের সেঞ্চুরি, লায়নের হুঙ্কার! সহজেই জয়ী অস্ট্রেলিয়া
- করোনাভাইরাসের জেরে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত
- করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অস্ট্রেলিয়া দলের বাইরে কেন রিচার্ডসন
মন্তব্য