কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ধরে যে অন্যায়ের শিকার হয়েছেন, সম্প্রতি আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে তা ফের একবার সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে খোলাখুলি কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন সামি। তার অভিযোগ, সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) প্রাক্তন সতীর্থরা তাকে কালু নামে ডাকতেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের এই বর্ণবৈষম্যবাদী অভিযোগকে সমর্থন করেছেন ক্রিস গেইল এবং ডোয়েন ব্রাভোর মতো ক্যারিবিয়ান ক্রিকেটাররা।
এসবের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (আরআর)। এক সোশ্যাল মিডিয়া ইউজারের আপত্তিকর ট্যুইট তারা ডিলিট করে দিয়েছে। ওই অ্যাকাউন্টটি রিপোর্ট করার পাশাপাশি ব্লক করা হয়েছে। বর্ণবৈষম্যমূলক ট্যুইট ইস্যুতে মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজস্থান রয়্যালস। দলের এক খেলোয়াড়কে উদ্দেশ্য করে ওই আপত্তিকর ট্যুইট করা হয়। ওই ট্যুইটে বর্ণবৈষম্যবাদী ইঙ্গিত ছিল। রাজস্থান রয়্যালসের ট্যুইটে বলা হয়, আমাদের এক খেলোয়াড় সম্পর্কে বর্ণবৈষম্যমূলক, আপত্তিকর ট্যুইট আমাদের চোখে পড়েছে। আমরা রিপোর্ট করেছি এবং ওই ব্যক্তিকে ব্লক করেছি। বহুত্ববাদ রাজস্থান রয়্যালসের অবিচ্ছেদ্য অঙ্গ। বর্ণবৈষম্যবাদ সহ্য করা হবে না।
সামির বর্ণবৈষম্যবাদের অভিযোগ
বর্ণবৈষম্যবাদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। আইসিসি সহ অন্যান্য ক্রিকেট বোর্ডকে তিনি আওয়াজ তোলার ডাক দেন। তিনি বলেন, এখন বিষয়টি নিয়ে সবার মুখ খোলা উচিত। সামির কথায়, বর্ণবৈষম্যের শিকার আমার ভাইয়ের (জর্জ ফ্লয়েড) ওই ভিডিও দেখার পর ক্রিকেট বিশ্ব যদি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অন্যায় নিয়ে সরব না হয়, তাহলে আপনিও এই সমস্যার অংশ। এছাড়া অন্যান্য সমস্ত বোর্ডকে বলছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার সঙ্গে কি হচ্ছে? আপনারা কি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এটা শুধু আমেরিকা নয়। এটা প্রত্যেকদিন ঘটে। #BlackLivesMatter। এটা নিরব থাকার সময় নয়। আমি আপনাদের থেকে শুনতে চাই।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- চলতি বছরে আইপিএল হবেই, আশাবাদী রাজস্থান রয়্যালস
- আইপিএল ২০১৯: আম্পায়ারের সঙ্গে তর্ক করার পর যখন ক্ষমা চেয়ে নিয়েছিলেন এমএস ধোনি
- রাজস্থান রয়্যালসে কিভাবে সুযোগ পেয়েছিলেন, জানালেন স্যামসন
- আইপিএল ২০২০-তে খেলার ব্যাপার এখনও আশা ছাড়ছেন না জোফ্রা আর্চার
- গুয়াহাটির পর এবার নাগপুরে আইপিএলের প্রস্তুতি শিবিরে রাজস্থান রয়্যালস
মন্তব্য