করোনাভাইরাস নিয়ে সমগ্র বিশ্বে এখন আতঙ্ক তৈরি হয়েছে। অন্যান্য খেলার মতো ফুটবলেও প্রভাব সৃষ্টি করেছে এই মারণ ভাইরাস। আমেরিকা, স্পেন এবং ইতালির মতো দেশে মহামারি সৃষ্টি করেছে কোভিড-১৯। এই মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যে ইউরো ২০২০, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, প্রিমিয়ার লিগ সহ বিশ্বের একাধিক ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। কলকাতা ময়দানেও করোনাভাইরাসের প্রভাব দেখা গিয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে আসন্ন ক্যালকাটা ফুটবল লিগ। করোনাভাইরাসের কারণে ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো এবার হবে না বলে মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে। ভারতে বর্তমানে চলছে ২১ দিনের লকডাউন। আগামী ১৪ এপ্রিল এই লকডাউন উঠবে। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল বারপুজো হওয়ার কথা থাকলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে এর আয়োজন করা যাবে না বলেই মনে করছেন আয়োজকরা। তাই ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো বড় ক্লাবের কর্তারা ইতিমধ্যে ধরেই নিয়েছেন যে এবার বারপুজো হচ্ছে না। তারা মনে করছেন, শেষ মুহূর্তে কোনো নাটকীয় পরিবর্তন না হলে, এবারের বারপুজো হবে না। এদিকে করোনাভাইরাস নিয়ে যখন একের পর এক ফুটবল টুর্নামেন্ট স্থগিত হচ্ছে, তখন ইস্টবেঙ্গলের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে। সংবাদ প্রতিদিনের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, আসন্ন মরসুমের আগে ইস্টবেঙ্গল ক্লাবে করেছেন ভারতীয় বংশোদ্ভুত ইরানের প্রতিভাবান ফুটবলার ওমিদ সিং। তিনি মূলত ইরানের ঘরোয়া ফুটবলেই খেলেছেন। তবে নিজের প্রতিভার সৌজন্য তিনি সবার নজর কেড়েছেন। অতীতে গহর জাগ্রস, নাফট মাসেদ সোলোমানের মতো ক্লাবের হয়ে খেলেছেন এই উইঙ্গার।
সংবাদ প্রতিদিনের রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, ২০১২ সালে পেশাদার ফুটবলে ওমিদের হাতে খড়ি হয়েছিল। ড্রিবলিংয়ের জন্য তিনি ইরানে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন। ৬৭টি ম্যাচে তিনি মোট ৫টি গোল করেছেন। তবে পরিসংখ্যানের দিকে তাকালে এই ফুটবলারের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। এদিকে জানা গিয়েছে, ইরানের ক্লাবে খেললেও ওমিদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তিনি ভারতের জাতীয় দলের হয়ে ফুটবল খেলবেন। সেই অনুযায়ী কোচ আইগর স্টিম্যাক তাকে আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে সরকারি নিয়মে আটকে যাওয়ায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে এবার ভারতের মাটিতে তার খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত শনিবার ইস্টবেঙ্গলের সঙ্গে ওমিদের চুক্তি হয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আসন্ন আইএসএলেও নেই ইস্টবেঙ্গল
- কোচ হিসেবে আইএসএলে অভিযান চালিয়ে যেতে চান স্টিভেন ডায়াস
- বড় কর্পোরেট সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর কি ঘটেছিল?
- এটিকে-মোহনবাগানের হয়ে এএফসি কাপে অংশগ্রহণের জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা
- কলকাতা ডার্বিতে গোল আমার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত: জোবি জাস্টিন
মন্তব্য