খুব দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাস মহামারি। এখনও পর্যন্ত গোটা বিশ্বে অনেকের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে উদবেগনজনক পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন দিনমজুর সহ অন্যান্য দরিদ্র মানুষ। কারণ নিজেদের খাবার এবং অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিস ক্রয়ের জন্য তারা দৈনিক মজুরির উপর নির্ভর করেন। ২১ দিন লকডাউনের কারণে অন্তত এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত তারা কর্মহীন হয়ে পড়েছেন। তারা কিভাবে সংসার চালাবেন, তা বুঝতে পারছেন না।
বর্তমান এবং প্রাক্তন – অনেক ক্রিকেটার ইতিমধ্যে এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসার জন্য ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর ৫০ লক্ষ টাকা দান করেছেন। লকডাউনের কারণে বিপাকে পড়া দরিদ্রদের ৫০ লক্ষ টাকার চাল দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দরিদ্রদের সাহায্যে অগ্রসর হল সিএবি
করোনার কারণে লকডাউনে বিপাকে পড়া দরিদ্রদের সাহায্যে এবার এগিয়ে এলেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখার্জী। কোভিড-১৯ প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি এক মাসের বেতন দান করেছেন। দ্রুত ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা দান করার করা ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার বিভিন্ন মাঠে গ্রাউন্ডসমেনদের মধ্যে যে চাল এবং ডাল বিতরণ করা হবে, তা সংগ্রহ করেছেন ইডেনের পিচ কিউরেটর।
এই মুহূর্তে যেসকল দরিদ্র পরিবার সমস্যায় পড়েছেন তাদের সাহায্যের জন্য সিএবি অথবা অন্যান্যরা সহ প্রত্যেকেই নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। ফার্স্টপোস্টে প্রকাশিত সিএবির বক্তব্য, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সুজন মুখার্জী নিজের একমাসের বেতন দান করার জন্য সিএবিকে অনুরোধ করেছেন।
কঠিন পরিস্থিতিতে আধিকারিকরা এই পদক্ষেপ গ্রহণ করছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। করোনাভাইরাসের টিকাকরণ নিয়ে চিকিৎসক বা গবেষকরা কোনো সাফল্যের খবর শোনাতে পারেননি। সুতরাং সরকার মনে করছে, প্রাণঘাতী ভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্য লকডাউন ঘোষণা করা একটি যথাযথ পদক্ষেপ। এখনও পর্যন্ত করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে ১০ জন আক্রান্ত হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য