অ্যাশেজের তৃতীয় টেস্টে বেশ চাপে পড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অজিদের ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় রুটদের ইনিংস। গত ৭১ বছরে অ্যাশেজে ঘরের মাঠে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। ১২.৫ ওভারে মাত্র ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন জশ হেজলউড। দ্বিতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭১/৬। তারা এখনও পর্যন্ত ২৮৩ রানে এগিয়ে। প্রথম ইনিংসে ৭৪ রানের লড়াকু ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেছেন মার্নাস লাবুশানে (৫৩ নট আউট)। তার সঙ্গে ক্রিজে রয়েছেন জেমস প্যাটিনসন (২ নট আউট)।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া – ১৭৯, ১৭১/৬ (৫৭ ওভার)
ইংল্যান্ড - ৬৭
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অ্যাশেজ : প্রথম ইনিংসে ২২৫ রান করল অস্ট্রেলিয়া, ছয় উইকেট নিলেন আর্চার
- অ্যাশেজ ২০১৯ : ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
- প্রধানমন্ত্রী বোরিস জনসনকে কে জানালেন অ্যাশেজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের জয়ের খবর ?
- অ্যাশেজ : স্টোকসের নায়কোচিত ব্যাটিংয়ের সৌজন্যে তৃতীয় টেস্টে জয়ী ইংল্যান্ড
- এভাবেও ফিরে আসা যায়!
মন্তব্য