১৫ সেপ্টেম্বর তাঁর ৬৪তম জন্মদিন পালন করার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ করে সব শেষ হয়ে গেল। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার লাহোরে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তী লেগ স্পিনার আব্দুল কাদির। তাঁর প্রয়াণে পাকিস্তানের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। কাদিরের চার পুত্র এবং এক কন্যা আছেন, যার সঙ্গে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উমর আকমলের বিয়ে হয়েছে।
পরিবার সূত্রে খবর, এদিন রাতে বুকে ব্যথা অনুভব করেন কাদির। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওডিআই ম্যাচ খেলে মোট ৩৬৮ উইকেট সংগ্রহ করেছেন কাদির।
শচীন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল পাকিস্তানে। তার আগে মজা করে লিটল মাস্টারকে তিনি বলেছিলেন, “তুমি তো বাচ্চা ছেলে। আমাকে কী খেলবে!” যদিও শচীনের খেলা দেখার পর কাদির স্বীকার করেছিলেন, “এই ছেলে বহুদূর যাবে।”
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য