COVID-19 বা করোনাভাইরাসের কারণে বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ আইপিএল ২০২০ নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। ২৯ মার্চ থেকে এই টি-২০ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও মারণ ভাইরাসের কারণে তা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরে জানা গিয়েছিল, আইপিএল ২০২০ যদি অনুষ্ঠিত হয়, তাহলে টুর্নামেন্টের সূচীতে ব্যাপক কাটছাঁট করা হবে। তবে এবার জানা গিয়েছে, আইপিএল ২০২০ সম্পূর্ণভাবে বাতিল করা হতে পারে। আইপিএল ২০২০-এর ভবিষ্যৎ নিয়ে বিশদে আলোচনা করার জন্য সোমবার কনফারেন্স কলের মাধ্যমে আলোচনা করবেন বিসিসিআই আধিকারিক এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
আজ সন্ধ্যা ৬টায় এই কনফারেন্স কল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই বৈঠকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াইয়ের কথা ছিল। অবশ্য মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে এই ম্যাচের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি সিনেমা হল, শপিং মল এবং যেসমস্ত স্থানে জনগণের ভিড় হয় সেইসব এলাকা বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
লিগ যদি এই মরসুমে বাতিল হয়, তার জন্যও ফ্র্যাঞ্চাইজিরা প্রস্তুত
ইন্ডিয়া টুডে পত্রিকায় এক ফ্র্যাঞ্চাইজি আধিকারিক বলেন, আজ সন্ধ্যায় এই কনফারেন্স কল অনুষ্ঠিত হবে এবং আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। স্কুল, কলেজ, শপিং মল, থিয়েটার বন্ধ হয়ে গিয়েছে। এমনকি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে নয়া নির্দেশিকার পর জিম বন্ধ রাখা হয়েছে। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে এটি স্পষ্ট যে আমরা এরকম এক অবস্থায় পৌঁছাতে পারি যেখানে এক মরসুমের জন্য লিগ বাতিল করতে হতে পারে। ওই আধিকারিক বলেন, এই মরসুমের আইপিএল বাতিল হলে বেতন এবং টুর্নামেন্ট আয়োজন সংক্রান্ত অন্যান্য খাতে অন্তত ১৫-২০ কোটি টাকার ক্ষতি হবে। এছাড়া মার্চেন্ডাইজ সহ অন্যান্য ক্ষেত্রে লোকসানের চিত্র তুলে ধরেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফ্র্যাঞ্চাইজি মালিক। তবে সমস্ত মালিক একটি ব্যাপারে একমত, মানুষের সুরক্ষার থেকে কোনো কিছু বেশি মূল্যবান নয়।
বিদেশি ক্রিকেট বোর্ডরা কি তাদের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দেবে?
করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল আয়োজন নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। এই মারণভাইরাসের থাবা এড়াতে এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত কয়েকটি ক্ষেত্র ব্যতীত সমস্ত বিদেশিদের ভিসা প্রদান স্থগিত করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের ভারতে আনার জন্য বিসিসিআই যদি ভিসা নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, তাতেও সমস্যা মিটবে না। ওই আধিকারিক এই প্রসঙ্গে বলেন, আরও যে একটি বিষয় আমাদের এক্ষেত্রে বিবেচনা করতে হবে তা হল বিদেশি খেলোয়াড়দের ভিসা প্রদানে ভারত সরকার যদি আদৌ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে দেখতে হবে যে অনুরূপ খেলোয়াড়দের জাতীয় ক্রিকেট বোর্ড ভারতে আসার ব্যাপারে তাদের অনুমতি প্রদান করে কি না। সমস্ত বোর্ড এই মুহূর্তে চাইছে আইপিএল অনুষ্ঠিত হোক। তবে এই মাসের শেষে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও দেখার বিষয় হতে চলেছে।
প্রসঙ্গত, কয়েকটি সরকারী ক্যাটেগরি ছাড়া সমস্ত ক্ষেত্রে ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা প্রদান স্থগিত করেছে ভারত সরকার। এরপর ক্রীড়ামন্ত্রক স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে, করোনাভাইরাসের প্রকোপের পর সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করতে হবে। সেটা যদি একান্তাই সম্ভব না হয়, তাহলে অনুরূপ ইভেন্ট রুদ্ধদ্বার অবস্থায়, ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করা উচিত।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য