রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের পাঁচ হাজার টিকিট সিআরপিএফ জওয়ান, সেনাকর্মী এবং এনসিসি ক্যাডেটদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিল ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য ক্রিকেট সংস্থার সেক্রেটারি সঞ্জয় সহায় জানান, বিভিন্ন জেলার কিছু স্কুল পড়ুয়াকেও বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার রাঁচিতে পৌঁছে বিড়ম্বনায় পড়তে হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। প্রোটিয়াদের টিম বাস হঠাৎ খারাপ হয়ে যায়। হোটেলের গেটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকে বাস। বাধ্য হয়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা হেঁটে হোটেলে পৌঁছান। প্রসঙ্গত, জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে একটি হোটেলে রয়েছেন প্রোটিয়ারা। অন্যদিকে কোহলিরা রয়েছেন ৯ কিলোমিটার দূরে অবস্থিত একটি হোটেলে। সাধারণত দুই দল একই হোটেলে থাকে। কিন্তু এবার রাঁচিতে চিকিৎসকদের একটি সম্মেলনের জেরে তা সম্ভব হয়নি। অগত্যা দুই দলকে পৃথক দুটি হোটেলে থাকতে হচ্ছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য