সমগ্র বিশ্ব এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে এবং ভারত এক্ষেত্রে ব্যতিক্রমী নয়। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এছাড়া ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার গোটা দেশে জনতা কারফিউ পালন করা হয়। ভাইরাসের বিস্তার প্রতিরোধ করতে একাধিক রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সরকারও একই পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানী এলাকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় আপ্রাণ চেষ্টা করছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। এদিকে বিজেপি সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়েছেন যে, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে তিনি মেম্বার অব পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম (এমপিল্যাড) থেকে দিল্লি সরকারকে ৫০ লক্ষ টাকা সাহায্য হিসেবে দান করবেন। এই ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন। কি কি জিনিস প্রয়োজন তা জানানোর জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসারকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। গম্ভীর তার চিঠিতে লেখেন, দিল্লির সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে আমার এমপিল্যাড তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কি কি জিনিস প্রয়োজন সেই সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত অফিসারের তরফ থেকে অনুগ্রহ করে আমাকে জানানো হোক।
গোটা বিশ্বে থমকে গিয়েছে ক্রিকেট
করোনাভাইরাসের কারণে অন্যান্য খেলার মতো গোটা বিশ্বে ক্রিকেট থমকে গিয়েছে। প্রত্যেকটি সিরিজ স্থগিত বা বাতিল করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্বের অন্যতম ধনী এই ক্রিকেট লিগের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ করতে স্টেকহোল্ডারদের সঙ্গে ২৪ মার্চ একটি কনফারেন্স কলের আয়োজন করেছে বিসিসিআই। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছরে পরবর্তী কোনো সময়ে এই ম্যাচগুলি আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড। করোনাভাইরাস নিয়ে পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সেমিফাইনালের কয়েক ঘন্টা আগে এই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়। এখন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিকট ভবিষ্যতে ক্রিকেটের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। অবশ্য এই সুযোগে ঠাসা ক্রীড়াসূচী থেকে প্রয়োজনীয় বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য