ব্যাটিং, উইকেটকিপিং এবং নেতৃত্বের দক্ষতা ছাড়াও উইকেটের মাঝে দৌড়ানোর জন্য এমএস ধোনি পরিচিত। ভারতীয় ক্রিকেট দলের দ্রুততম স্প্রিন্টারদের মধ্যে অন্যতম হলেন ধোনি। কোনো ম্যাচ চলাকালীন দ্রুত সিঙ্গল নিতে চেন্নাই সুপার কিংস অধিনায়কের ক্ষমতা যেকোনো তরুণ খেলোয়াড়কেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। ২০১৮ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করার পর ফের একবার এই দক্ষতার প্রদর্শন করেছিলেন এমএস। তিন রান তাড়া করার সময় অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর সঙ্গে দৌড়চ্ছিলেন সিএসকে অধিনায়ক এবং এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিয়ানকে তিনি পরাজিত করেছিলেন।
সম্প্রতি ডোয়েন ব্রাভো এই ঘটনার পিছনের গল্প জানিয়েছেন। ব্রাভো জানিয়েছেন, ২০১৮ সালের আইপিএল চলাকালীন এরকম একটা প্রতিযোগিতা চেয়েছিলেন ধোনি। ইনস্টাগ্রামে সিএসকের সঙ্গে কথোপকথনের সময় ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জানিয়েছেন, ‘বৃদ্ধ মানুষ’ বলে ধোনি তাকে খোঁচা মেরেছিলেন। তারপরই দৌড় প্রতিযোগিতায় ধোনির সঙ্গে চ্যালেঞ্জে নামার সিদ্ধান্ত গ্রহণ করেন ব্রাভো।
‘এমএস ধোনি আমাকে বৃদ্ধ মানুষ বলেছিলেন’: ডোয়েন ব্রাভো
ধোনির গতির প্রশংসা করেছেন ব্রাভো। তিনি বলেন, প্রতিযোগিতাটা বেশ হাড্ডাহাড্ডি হয়েছিল। তিনি স্বীকার করেন যে, ধোনি তাকে পরাজিত করেছিলেন। সেটা একটা ভালো দৌড় ছিল বলেও জানিয়েছেন ব্রাভো। চেন্নাই সুপার কিংসকে ব্রাভো বলেন, গোটা মরসুম ধরে আমাকে তিনি বৃদ্ধ মানুষ বলছিলেন। আমি নাকি খুব ধীরে দৌড়াই। আমি তাকে বলেছিলাম, উকেটের মাঝে তাহলে একটা দৌড় হয়ে যাক। তিনি বলেন, কোনো সুযোগ নেই তোমার। আমি বলেছিলাম, টুর্নামেন্টটা শেষ হোক, তারপর একটা স্প্রিন্ট হবে। ব্রাভো আরও যোগ করেন, আমি তাকে বলেছিলাম, টুর্নামেন্টের মাঝে এসব করব না। আমাদের কারুর যদি এটি করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে, তাহলে সে আর এক কেলেঙ্কারি হবে। সেই অনুযায়ী, ফাইনালের পর আমরা প্রতিযোগিতায় নেমেছিলাম। ঔই দৌড় প্রতিযোগিতা খুব খুব হাড্ডাহাড্ডি হয়েছিল। তিনি বেশ দ্রুত দৌড়েছিলেন।
সিএসকে ফ্র্যাঞ্চাইজির একজন অবিচ্ছেদ্য সদস্য ব্রাভো। ২০১৮ সালের আইপিএল নিলামে ৬ কোটি টাকার বিনিময়ে তাকে রিটেন করেছিল সিএসকে। রাইট টু ম্যাচের অধিকার প্রয়োগ করে তারা ব্রাভোকে ধরে রেখেছিল। ওই মরসুমে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৬টি ম্যাচে ১৪টি উইকেট সহ তিনি মোট ১৪১ রান স্কোর করেছিলেন। পরবর্তী মরসুমেও ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ব্রাভো। আইপিএল ২০১৯-তে ৮০ রান করার পাশাপাশি তিনি ১১টি উইকেট তুলে নিয়েছিলেন। আইপিএলে এই দুরন্ত পারফরমেন্সের পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে কামব্যাক করেন ব্রাভো। করোনাভাইরাসের জন্য বহু প্রতিক্ষিত আইপিএল ২০২০ আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ব্রাভোকে ফের মাঠে দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য