২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে গড়াপেটা হয়েছিল। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাজে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বাধীন দলের সাফল্যের দীর্ঘ ২৮ বছর পর ২০১১ সালের ২ এপ্রিল দ্বীপ রাষ্ট্রের দলকে ছয় উইকেটে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিল মেন ইন ব্লু।
এদিকে আলুথগামাজে বলেছেন, দেশের সম্মানের কথা মাথায় রেখে তিনি আর বিশদ প্রকাশ করতে পারবেন না। পাশাপাশি তিনি তার মন্তব্যের জন্য সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন বলেও জানিয়ে দিয়েছেন। এই চাঞ্চল্যকর দাবির সমর্থনে কোনো প্রমাণ পেশ করেননি শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, ২০১১ সালের ক্রিকেট বিশ্বাকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটা হয়েছিল। আমি এখনও এই মন্তব্য থেকে সরে আসছি না। আমি যখন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখন এই ঘটনা ঘটে। দায়িত্বের সঙ্গে আমি এই মন্তব্য করছি। তবে দেশের স্বার্থের কথা মাথায় রেখে আমি এর থেকে বেশি বিশদ প্রকাশ করতে পারব না। ২০০১ সালে ভারতের বিরুদ্ধে এই ম্যাচটি আমরা জিততে পারতমা।
প্রসঙ্গত, ওই ফাইনালে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেটের বিনিময়ে ২৭৪ রান তোলে। ৮৮ বলে ১৩টি ছয়ের সাহায্যে ১০৩ রানের উজ্জ্বল ইনিংস খেলেন মাহেলা জয়বর্ধনে। তবে গৌতম গম্ভীরের ৯৭ এবং এমএস ধোনির অপরাজিত ৯১ রানের সৌজন্যে জয়ী হয় ভারত।
জয়বর্ধনের পর মুখ খুললেন কুমার সাঙ্গাকারা
প্রাক্তন মন্ত্রীর এই দাবির পর মজা করে একটি মন্তব্য করেন জয়বর্ধনে। তিনি নাম এবং প্রমাণ জানাতে বলেন। ট্যুইটারে তিনি লেখেন, নির্বাচন কি আশেপাশে, মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গিয়েছে। কোনো নাম এবং প্রমাণ? #SLpolitics #ICC।
এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ২০১১ সালের ওই ম্যাচে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব প্রদান করা কুমার সাঙ্গাকারা। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট বলেন, প্রাক্তন মন্ত্রীর উচিত সংশ্লিষ্ট প্রমাণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পেশ করা। জয়বর্ধনের ট্যুইটের জবাবে তিনি লেখেন, আইসিসি এবং অ্যান্টি কোরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের কাছে তার প্রমাণ পেশ করা উচিত, যাতে এই দাবিগুলি পূর্ণাঙ্গভাবে তদন্ত করা যায়।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য