কোভিড-১৯ প্রকোপের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আরও সক্রিয় হয়ে উঠেছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। এই উদবেগজনক পরিস্থিতিতে তিনি অনেক সতীর্থের সঙ্গে লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন। বুধবার তিনি সাংবাদিক বিক্রান্ত গুপ্তার সঙ্গে কথোপকথনে যুক্ত হয়েছিলেন। ব্যক্তিগত জীবন থেকে ক্রিকেট- নানা বিষয় নিয়ে সেখানে দুজনের কথা হয়েছে। মহম্মদ শামি তখন স্পষ্টভাবে জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করণ আয়োজনের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। আগে ঠিক হয়েছিল যে, ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ আরম্ভ হবে। তবে ক্রিকেট খেলার অনুকূল পরিবেশ না থাকার কারণে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়। অন্যদিকে ভারত সরকারের তরফ থেকে দেশে ২১ দিনের লকজাউন ঘোষণা করা হয়, যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩ মে পর্যন্ত বর্ধিত করা হয়। পরে ফের দু সপ্তাহের জন্য বর্ধিত করা হয়েছে লকডাউন। এই সমস্ত ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট পিছিয়ে দিয়েছে বিসিসিআই। অবাক করার মতো বিষয় হল, এখনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মারণ ভাইরাসের কবলে পড়ে এখনও প্রাণ হারাচ্ছেন প্রচুর মানুষ।
আইপিএল ২০২০-এর জন্য আর সময় নেই, মনে করছেন মহম্মদ শামি
রিপোর্ট অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপ স্থগিত করে আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। যদি ওই দুটি ইভেন্ট স্থগিত করা যায়, তাহলে টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সময় পেতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল। যদিও উপরোক্ত টুর্নামেন্টের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। লাইভ সেশন চলাকালীন মহম্মদ শামি বলেন, টি-২০ বিশ্বকাপ এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আইপিএল আয়োজন করার সময় আর নেই। ২৯ বছর বয়সী পেসারের মতে, এই টুর্নামেন্টের সূচী পুনরায় নির্ধারণ করা উচিত। এর পাশাপাশি শামির অনুমান, চলতি বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম। ইন্ডিয়া টুডের স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্তাকে শামি বলেন, আমার মনে হয় না আইপিএল আয়োজন করার কোনো সময় থাকবে। কারণ (টি-২০) বিশ্বকাপও এবছর হওয়ার কথা। এবং সব কিছুই থমকে গিয়েছে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বলতে হয়, টুর্নামেন্টের সূচী ফের তৈরি করতে হবে। আমার মনে হয় না আইপিএলের আয়োজন করা সম্ভব হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য