বেশ কিছু কারণে ২০০২ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর সংবাদের শিরোনামে উঠে এসেছিল। সিরিজের প্রথম টেস্টেই স্মরণীয় ট্রিপল সেঞ্চুরি করেন ইনজামাম উল হক। দ্বিতীয় ম্যাচ করাচিতে হওয়ার কথা ছিল। তার আগেই এখানে বোমা বিস্ফোরণ হয়। তারপর সিরিজ বাতিল করা হয়। তড়িঘড়ি দেশে ফিরে যান কিউইরা।
সেই দুর্ভাগ্যজনক ঘটনার ব্যাপারে ইনজামাম তার ইউটিউব ভিডিওতে বলেন, নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আক্ষরিক অর্থেই স্যুইমিং পুলের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে কাঁদছিলেন। কারণ টিম হোটেলের কাছেই ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় হোটেলে তার ঘরের আয়নার কাঁচ ভেঙে ছিটকে গিয়েছিল বলে জানিয়েছেন ইনজামাম। হোটেলের অন্যান্য রুমও বিস্ফোরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো খেলোয়াড় আহত হননি।
ইনজামামের কথায়, লাহোরে প্রথম টেস্ট ম্যাচের পর আমরা করাচিতে পৌঁছেছিলাম। সেখানে বোমা বিস্ফোরণ ঘটে। ঈশ্বরের কৃপায় কোনো খেলোয়াড় আহত হননি। সে এক ভয়ঙ্কর দিন ছিল। যেদিকে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেদিকেই ছিল আমার রুম। আমার রুমের আয়নার একটা দিক ভেঙে ছিটকে গিয়ে অন্যদিকের দেওয়াল পর্যন্ত চলে যায়। ইনজামাম যোগ করেন, হোটেলের প্রতিটি রুম এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে গিয়ে দেখি, নিউজিল্যান্ডের খেলোয়াড়রা স্যুইমিং পুলে কাঁদছেন। রুমের আয়না এবং পর্দা খসে পড়েছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করি কি হয়েছে। তিনি আমাকে বলেন, বোমা বিস্ফোরণ ঘটেছে।
ওই ঘটনার পর পাকিস্তানের খেলোয়াড়রা এক সপ্তাহ ঘুমোতে পারেননি
এই বোমা বিস্ফোরণের পরই নিউজিল্যান্ডের ক্রিকেট দল দেশে ফিরে যায়। করাচি টেস্ট ম্যাচ বাতিল করা হয়। এর পাশাপাশি ইনজামাম দাবি করেছেন যে, করাচিতে বোমা বিস্ফোরণের ঘটনার পর পাকিস্তনের ক্রিকেটাররা এক সপ্তাহ আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারেননি। যদিও ওই দুর্ভাগ্যজনক ঘটনা সত্ত্বেও ওই সিরিজে ভালো স্মৃতি রয়েছে বর্তমানে ৫০ বছর বয়সী ইনজামাম উল হকের। লাহোরে প্রথম টেস্টে তার ৩২৯ রানের ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ডকে পরাজিত করে পাকিস্তান। এটাই ছিল ইনজামামের কেরিয়ারের সর্বোচ্চ রান।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য