টেস্ট ক্রিকেটে আইসিসির ক্রমতালিকার বিরুদ্ধে সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের অবস্থানের কথা তুলে ধরেছেন। আইসিসি সম্প্রতি টেস্ট র্যাংকিং ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে, ভারত তার শীর্ষস্থান বজায় রেখেছে। তার পরে আট রেটিং পয়েন্টের তফাতে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে ভারত। অন্যদিকে ১১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তবে আইসিসির এই টেস্ট র্যাংকিংয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভন। তিনি বলেন, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সম্প্রতি ভালো খেলতে পারেনি। তাই তালিকায় তারা ওই স্থানে থাকার যোগ্য নয়।
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট আরম্ভের পূর্বে মাইকেল ভন বলেন, আইসিসির টেস্ট র্যাংকিং আবর্জনা ছাড়া আর কিছু নয়। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাম্প্রতিক কালের পারফরমেন্সের সমালোচনা করেন তিনি। ভন বলেন, আইসিসির টেস্ট র্যাংকিং বিভ্রান্তিকর। পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়া র্যাংকিংয়ে নিচের দিকে থাকতে পারে না। সিডনি মর্নিং হেরাল্ডকে ভন বলেন, আইসিসি র্যাংকিংয়ের ব্যাপারে আমি একেবারে আমার মনের কথা বলছি। আমার মনে হয় এগুলি স্রেফ আবর্জনা। আমি যেটা একেবারেই বুঝতে পারছি না সেটা হল গত দুবছর ধরে কিছু সিরিজ জেতা নিউজিল্যান্ড কিভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। আরও একটি বিষয় আমার নজরে এসেছে, তা হল গত তিন-চার বছর ধরে টেস্ট ম্যাচ ক্রিকেটে, বিশেষত বিদেশের মাটিতে শোচনীয় পারফরমেন্সের পরও কিভাবে ইংল্যান্ড তৃতীয় স্থান অধিকার (এখন চতুর্থ) করে। তিনি আরও যোগ করেন, ওরা (ইংল্যান্ড) ঘরের মাঠে একটি সিরিজ জিতেছে। ইংলিশ কন্ডিশনে অ্যাশেজে কেবলমাত্র ড্র করতে সমর্থ হয়েছে। আয়ারল্যান্ডকে কোনোরকমে পরাজিত করেছে। আমার মনে হয় এইসব র্যাংকিং একটু বিভ্রান্তিকর। আমার মতে নিশ্চিতভাবে নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ টেস্ট দল হতে পারে না। বিশেষত অস্ট্রেলিয়ার ব্যাপারে এখানে বলতে হয়, টেস্ট ম্যাচ টিম হিসেবে অস্ট্রেলিয়া অনেক ভালো।
এদিকে ভারত ছাড়া অন্যান্য চারটি শীর্ষস্থানীয় টেস্ট দলকে আজ অ্যাকশনে দেখা যাবে। মেলবোর্নে অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- এক ঢোকে বিয়ার পান করায় নিউজিল্যান্ডের রাগবি তারকাকে এমসিজি থেকে বহিষ্কার করা হল
- বক্সিং ডে টেস্টের আগে চোট পেলেন ডেভিড ওয়ার্নার
- ওয়ার্নারের সেঞ্চুরি, লায়নের হুঙ্কার! সহজেই জয়ী অস্ট্রেলিয়া
- করোনাভাইরাসের জেরে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত
- করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অস্ট্রেলিয়া দলের বাইরে কেন রিচার্ডসন
মন্তব্য