২০০৪ সালে কৈশরে থাকা পার্থিব প্যাটেল একবার ম্যাথু হেডেনের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। যদিও তারপর ভারতের এই তরুণ খেলোয়াড় অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যানের থেকে জোরালো জবাব পেয়েছিলেন। বর্তমানে ৩৫ বছর বয়সী পার্থিব তখন হেডেনকে স্লেজ করার চেষ্টা করেছিলেন। ৩০৪ রান তাড়া করতে নেমে হেডেন সেই ম্যাচে ১০৭ বলে ১০৯ রান করেছিলেন। ইরফান পাঠানের বলে খোঁচা মেরে আউট হতে হয় এই অজি ব্যাটসম্যানকে।
পার্থিব প্যাটেল প্রথম একাদশে ছিলেন না এবং ব্রিসবেনের গাব্বায় সেই ওডিআই ম্যাচ ১৯ রানে জিতে নেয় ভারত। হেডেন তার জীবনের অনেক ক্রিকেট খেলেছেন ব্রিসবেনে। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, পার্থিব প্যাটেলের মুখে ঘুসি মারবেন বলেছিলেন। এরপর ক্ষমা চেয়ে নিয়েছিলেন ভারতীয় উইকেটকিপার।
তিনি আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন: পার্থিব প্যাটেল
একটি অনুষ্ঠানে প্যাটেল বলেন, ব্রিসবেনে আমি মাঠে জল নিয়ে গিয়েছলাম। সেই ম্যাচে তিনি ইরফান পাঠানের বলে আউট হয়েছিলেন। তিনি ইতিমধ্যে একটি শতরান করে ফেলেছিলেন। এবং আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। এবং তাকে দেখে আমি ‘হু হু’ শব্দ করেছিলাম। আর এতেই তিনি রেগে যান। অনেকটা টানেলের মতো দেখতে ব্রসবেন ড্রেসিরুমে তিনি দাঁড়িয়েছিলেন। তখন তিনি আমাকে বলেছিলেন, ‘এটা ফের একবার করলে আমি তোমার মুখ ঘুসি মেরে ভাঙব’। এরপর অবশ্য আমি দুঃখ প্রকাশ করেছি। আমি দাঁড়িয়েছিলাম এবং তিনি তারপর চলে যান।
সেই ম্যাচে ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন হেডেন। একদিকে উইকেট পড়তে থাকলেও তার রান আটকায়নি। তিনি একবার আউট হয়ে যাওয়ার পর ম্যাচে চালকের আসন দখল করে ভারত। ৪০-এর ঘরে রান তোলেন মাইকেল ক্লার্ক ও মাইকেল বিভান। যদিও তাদের সেই প্রচেষ্টা কাজে লাগেনি। হেডেনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে পার্থিব বলেন, এখন ওই কুইন্সল্যান্ডারের সঙ্গে তার ভালো বন্ধুত্ব আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে তারা একত্রে খেলেছেন।
পার্থিব যোগ করেন, হ্যাঁ, এটা ঘটনা যে ব্রিসবেনে হেডেন আমাকে মারতে চেয়েছিলেন। তবে তারপর আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমরা সিএসকেতে একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করেছি। তার সঙ্গে ব্যাটিং ওপেন করে মজা পেয়েছি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য