কোভিড-১৯ এর কারণে প্রায় গোটা বিশ্ব অনির্দিষ্টকালের জন্য থমকে গিয়েছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এই মারণ ভাইরাস ছড়ানোর ফলে অনেক ক্রিকেট ম্যাচ ইতিমধ্যে বাতিল করা হয়েছে। হাঠৎ করে সমস্ত ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে খেলোয়াড়দের উপরে। তবে কিছু ক্রিকেটার মাঠের বাইরের এই সময় উপভোগ করছেন।
সম্প্রতি একটি ইন্টারভিউতে করোনাভাইরাস প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার ডেল স্টেইন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২০-তে তিনি যখন খেলছিলেন তখনই করোনাভাইরাস নিয়ে সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়। শেষ হওয়ার আগেই বাতিল করতে হয় পাকিস্তানের এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে খেলোয়াড়দের হোটেলে বন্দি থাকতে হয়েছিল।
কখন তিনি ডি ককের রুমে গিয়েছিলেন সেকথা স্মরণ করেছেন ডেল স্টেইন
ডি ককের রুমে কখন তিনি গিয়েছিলেন, সেই কথাও স্মরণ করেছেন ডেল স্টেইন। তিনি জানিয়েছেন যে তার অধিনায়ক যে দুটি জিনিস করতে সবচেয়ে বেশি ভালোবাসেন তা হল মাছ ধরা অথবা রান্না করার ভিডিও দেখা। স্টেইন আরও বলেন, তিনি যদি কোয়ারেন্টাইনে (করোনাভাইরাস থেকে বাঁচতে কিছুদিনের জন্য অন্যান্যদের থেকে নিজেকে পৃথক করে রাখা) যান, তাহলে ডি কককে সঙ্গে নেবেন। সেটা মজাদার হবে। স্টেইন বলেন, সেক্ষেত্রে আমি রান্নার ভিডিও দেখব আর অধিনায়ক রান্না করবেন। প্রোটিয়াদের ফাস্ট বোলার আরও জানান যে, কুইন্টনের রান্নার হাতও খুব ভালো। ডেল স্টেইনের কথায়, কুইনি ডি ককের মতো কারুর সঙ্গে কোয়ারেন্টাইনে যেতে মন্দ লাগবে না। তিনি হলেন বিশ্বে আমার পছন্দের অন্যতম একজন ক্রিকেটার। আপনি যদি তার হোটেল রুমে প্রবেশ করেন, তাহলে দেখতে পাবেন হয় তিনি মাছ ধরার জন্য চাড় তৈরি করছেন অথবা মাছ ধরার ভিডিও বা রান্না করার ভিডিও দেখছেন। এবং যখন ওর বাড়িতেও আপনি যাবেন, একই জিনিস দেখতে পাবেন।
স্টেইন বলেন, আমি রান্না করতে মোটেও পছন্দ করি না। সুতরাং তিনি যদি আমার সঙ্গে থাকেন, সেটা দারুণ ব্যাপার হবে। কারণ তখন আমি মাছ ধরার সমস্ত ভিডিও দেখব, যেগুলি তিনি দেখেন। আমি তাকে প্রয়োজনীয় অন্যান্য সাহায্য করব। এবং তিনি সমস্ত খাবার রান্না করবেন। তিনি একজন যথাযথ রাঁধুনি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপের পর ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচে ওডিআই সিরিজ সম্প্রতি বাতিল করা হয়েছে। পিএসএল শেষ পর্যায়ে পৌঁছলেও কোনো ঝুঁকি নিতে রাজি হননি টুর্নামেন্টের আয়োজকরা। তাই এই টুর্নামেন্টও বাতিল করা হয়। এছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি এই মুহূর্তে প্রায় সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটও বন্ধ রাখা হয়েছে। করোনাভাইরাস নিয়ে পরিস্থিতির উন্নতি না হলে, ক্রিকেট দুনিয়ায় স্বাভাবিক অবস্থা ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য