অ্যান্টিগার নর্থসাউন্ডে প্রথম টেস্ট ম্যাচে বেশ চাপে রয়েছে ভারত। প্রথম দিনের খেলায় আট ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলির ব্যাট এদিন ঝলসে উঠতে পারেনি। মাত্র ৯ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। তারপর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অজিঙ্কে রাহানে। কেএল রাহুলের সঙ্গে তিনি ইনিংসের হাল ধরেন। প্রথম দিনের খেলার পর ভারত ছয় উইকেট হারিয়ে ২০৩ রান তুলতে সমর্থ হয়। উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন রাহানে। ১০টি বাউন্ডারি হাঁকিয়ে তিনি করেন মোট ৮১ রান। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়, শতরান হাতা ছাড়া হওয়া নিয়ে তিনি কী বলবেন? রাহানের সোজাসাপ্টা উত্তর, জানতাম আজ এরকম প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে আমি যতক্ষণ ক্রিজে থাকি, ততক্ষণ দলের কথা চিন্তা করি। আমি স্বার্থপর নই। অতএব, শতরান হাতছাড়া হওয়া নিয়ে বেশি ভাবছি না। কারণ আমার মনে হয় এই উইকেটে ৮১ রান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন আমরা ম্যাচে ভালো জায়গায় রয়েছি।
টেস্ট ক্রিকেটে রাহানে শেষবার শতরান করেছিলেন ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাই শতরানের কথা তার মাথায় যে এসেছিল তা স্বীকার করেছেন তিনি। তবে রাহানে বলেন, ব্যক্তিগত রানের থেকে দলকে বিপদমুক্ত করাই ছিল আমার মূল লক্ষ্য।
রাহানে সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন। সাতটি ম্যাচে একটি শতরান এবং একটি অর্ধশতরান করেন তিনি। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতীয় দলে স্থান পাননি। তাই সময়ের সঠিক ব্যবহার করতে রাহানে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য