ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক বাছতে গিয়ে গত কয়েকমাসে হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। সীমিত ওভারের দলে ইতিমধ্যে অনেককেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডারকে ২০১৯ সালের বিশ্বকাপের আগে ওডিআই দলের দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি সেভাবে সাফল্য অর্জন করতে পারেননি। ভারতের কাছে সদ্যসমাপ্ত সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিরণ পোলার্ডকে সীমিত ওভারের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বিশ্বের নানা টি-২০ লিগে খেলে বেড়ানো ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত সদস্য নন। গত কয়েক বছরে মাঝে মাঝে টি-২০ দলে স্থান পেয়েছেন পোলার্ড। ভারতের বিরুদ্ধে আয়োজিত সাম্প্রতিক টি-২০ সিরিজে দলে ডাক পেলেও ওডিআই দলে তিনি ছিলেন না।
পোলার্ড শেষ ওডিআই খেলেছেন ২০১৬ সালে আবু ধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে। তারপর থেকেই দলে জায়গা পাননি পোলার্ড। যদিও তিনি বিভিন্ন টি-২০ লিগে ভালো খেলেছেন। ২০১৯ সালের ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও তিনি ছিলেন না। তাই ওডিআই দলে তার স্থান পাওয়ার সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছিল না। তবে সবাইকে অবাক করে দিয়ে টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে তাকে অধিনায়ক করা হয়েছে। এর অর্থ হল টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরতে হচ্ছে কার্লোস ব্রেথওয়েইটকে।
এখনও পর্যন্ত ১০১টি ওডিআই খেলেছেন পোলার্ড। ২৬ গড় সহ করেছেন ২২৮৯ রান। তার ঝুলিতে আছে ৩টি শতরান এবং ৯টি অর্ধশত রান। এছাড়া ৬২টি টি-২০ খেলেছেন পোলার্ড। করেছেন ৯০৩ রান। ২০১৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য