দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে প্রথম টেস্টে রানের বন্যা বইয়ে দিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেছেন টেস্ট ক্রিকেটে প্রথমবার ইনিংস ওপেন করতে নামা রোহিত শর্মা। মহারাজার বলে ডিকক তাকে স্টাম্প আউট করার আগে ১৭৬ রান করেন তিনি। সীমিত ওভারের অন্যতম সেরা ক্রিকেটার যেন তার ব্যাটের মাধ্যমে বলে গেলেন, টেস্টেও তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন। রোহিতের সঙ্গে ক্রিজে নামা অন্য ওপেনার মায়াঙ্ক আগারওয়াল করেছেন ২১৫ রান। এটি তার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি। মূলত এই দুই ওপেনারের ব্যাটে ভর করেই রানের পাহাড় তৈরি করেছে ভারত। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলাকালীন ভারতের স্কোর ৪৯৭/৭। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (২৭ নট আউট) এবং রবীচন্দ্রন অশ্বিন (শূন্য নট আউট)
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- ব্যাট হাতে টেস্টে সফল হওয়ায় কোহলিকে ধন্যবাদ জানালেন রোহিত
- রিভার্স সুইংয়ের সুলতান হয়ে উঠতে পারেন শামি: শোয়েব আখতার
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ী ভারত
- Sports Info Exclusive: ঋদ্ধিমান হার মানার ছেলে নয়, বললেন তার কোচ জয়ন্ত ভৌমিক
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পন্থের বদলে ঋদ্ধিমানকে দেখতে চান দীপ দাশগুপ্ত
মন্তব্য