বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট পরিচালনকারী বোর্ড-প্রশাসনের শীর্ষে বসলেন দাদা। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল করা আপাতত সৌরভের সবচেয়ে বড়ো দায়িত্ব। দেশের ক্রিকেট প্রশাসক হিসেবে তার সামনে বেশ কিছু বাধা আছে। অনেক বকেয়া কাজ তিনি সম্পূর্ণ করতে চাইছেন। এবং এই তালিকায় সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছ থেকে বকেয়া আদায়।
ভারতের প্রাক্তন অধিনায়ক আগেই স্পষ্টভাবে জানিয়েছিলেন, আইসিসিতে ভারতের যথাযথ প্রতিনিধিত্ব করা হবে তার অন্যতম দায়িত্ব। বিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণ করার পর বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইসিসির রেভেনিউ শেয়ারিং মডেলকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন তিনি।
সৌরভ চান বিসিসিআইয়ের বকেয়া মিটিয়ে দিক আইসিসি
ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রধান সৌরভের মতে আইসিসির কাছে বিসিসিআইয়ের মোটা টাকা পাওনা রয়েছে। এই বকেয়া আইসিসি শীঘ্র মিটিয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুম্বইয়ে বিসিসিআই সদরদপ্তরে সাংবাদিকদের সৌরভ বলেন, পাঁচ বছর সময়সীমায় আইসিসির কাছ থেকে ভারতের প্রায় ৩০০০ কোটি টাকা পাওয়ার কথা। অনেক হিসেব জমে রয়েছে। আমাদের দুটি বিশ্বকাপ আছে। এই বকেয়া অর্থ যাতে আমরা পাই তা নিশ্চিত করব।
বিসিসিআই প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেশ করার সময় সৌরভ বলেছিলেন, তার অন্যতম প্রধান কাজ হবে বিসিসিআইয়ের প্রাপ্য অর্থ সংগ্রহ করা। আইসিসির সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। সৌরভ আরও বলেন, সারা বিশ্বের রেভেনিউর ৭৫-৮০ শতাংশ ভারত উৎপাদন করে। সুতরাং এটি একটি আলোচ্য বিষয় হতে চলেছে। আলাপ-আলোচনা প্রয়োজন। এর একটা সমাধান দরকার। কারণ পরিস্থিতি কোনো দিকে এগোচ্ছে না।
২০১৭ সালে চালু হওয়া রেভেনিউ মডেল অনুযায়ী, ভারতীয় ক্রিকেট সংস্থার আট বছর সময়সীমায় (২০১৬-২০২৩) দু হাজার কোটি টাকার অধিক পাওনা হবে আইসিসির কাছে। তবে বিসিসিআইয়ের প্রত্যাশার চেয়ে অনেক কম এই অর্থরাশি। তারা পাঁচ হাজার কোটি টাকার ভাগ চায় যা কেবলমাত্র বিগ থ্রি মডেলেই সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে আগামী আট বছরে বিসিসিআই যে অর্থরাশি পাবে তার পরিমাণ হল দুই হাজার কোটি টাকারও অধিক। প্রাপ্য অর্থরাশির নিরিখে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরেই রয়েছে ইসিবি, জিম্বাবোয়ে এবং অবশিষ্ট সাত সদস্য।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য