ওডিআই সিরিজ থেকে যে বিপর্যয়ের সূচনা হয়েছিল, তা ঠেকানো গেল না। টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হল দুনিয়ার এক নম্বর টেস্ট দল ভারতকে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বিরাট কোহলিদের ১০ উইকেটে পরাজিত করেছিলেন কিউইরা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ মাত্র তিন দিনের মধ্যেই খতম হয়ে গেল। ফের একবার চূড়ান্ত অপ্রস্তুত দেখাল ভারতের ব্যাটিং ব্রিগেডকে। ব্যাট হাতে অধিনায়ক বিরাট কোহলির ব্যর্থতা অব্যহত রইল। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তিনি মাত্র ৩ এবং ১৪ রান করেছেন। ক্রাইস্টচার্চে ৭ উইকেটে ভারতকে পরাজিত করার মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ২৪২ রানে অলআউট হয় ভারত। উল্লেখযোগ্য রান করেন পৃথ্বী শাউ (৫৪), চেতেশ্বর পূজারা (৫৪) এবং হনুমা বিহারি (৫৫)। কিউই বোলারদের মধ্যে নজর কেড়েছেন কাইলি জেমিসন (১৪-৩-৪৫-৫)। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। এছাড়া একটি উইকেট নিয়েছেন নীল ওয়াগনের। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৫ রান তোলে। ভালো রান করেছেন ওপেনার টম ল্যাথাম (৫২), কাইলি জেমিসন (৪৯)। ভারতীয় বোলারদের মধ্যে উল্লেখযোগ্য বল করেছেন পেসার মহম্মদ শামি। ২৩.১ ওভার বল করে তিনি ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ভালো বল করেছেন জসপ্রীত বুমরাহ (২২-৫-৬২-৩)। এছাড়া দুটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং একটি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার উমেশ যাদব।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে কোনো ব্যাটসম্যানের রান সংখ্যা ৩০-এর ঘরেও পৌঁছাতে পারেনি। ৪ উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তিন উইকেট পেয়েছেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং নীল ওয়াগনের।
দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৩২ রান। ৩৬ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হন কিউইরা। ওপেনার টম ল্যাথাম (৫২) এবং টম ব্লান্ডেল (৫৫) অর্ধশত রান করেছেন। জসপ্রীত বুমরাহ দুটি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়া একটি উইকেট পেয়েছেন উমেশ যাদব। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইলি জেমিসন। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন টিম সাউদি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- কোহলির দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় তিনি বল ঠিকঠাক দেখতে পাচ্ছেন না: কপিল দেব
- ‘এরা যখন ভারতে আসবে, তখন দেখিয়ে দেব’
- নিউজিল্যান্ডে পরাজিত হওয়ার পর সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিরাট কোহলি
- ভারতীয় দলে কেউ ধোনির জায়গা নিতে পারবেন না: ইয়ান স্মিথ
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও বড় রান তুলতে পারল না ভারত
মন্তব্য