বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সম্প্রতি অসমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যজুড়ে এই সংশোধীত আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সরব হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ধর্মীয় নিপীড়নের কারণে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আগত হিন্দু, শিখ, জৈন পার্সি, বৌদ্ধ এবং খ্রীস্টান ধর্মালম্বীদের এদেশের নাগরিকত্ব প্রদান করা হবে।
এই সংশোধীত আইনকে ঘিরে বিক্ষোভের জেরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিতব্য টি-২০ সিরিজের প্রথম ম্যাচ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গুয়াহাটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে না। তবে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট রোমেন দত্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই সপ্তাহের টি-২০ আন্তর্জাতিক ম্যাচ আগের সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। ভারত-শ্রীলঙ্কার মধ্যে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৫ জানুয়ারি গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ডেকান ক্রনিকলে প্রকাশিত দত্তের মন্তব্য, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গুয়াহাটিতে ৫ জানুয়ারি (রবিবার) ভারত এবং শ্রীলঙ্কার টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সফরকারী দল অর্থাৎ শ্রীলঙ্কা ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে। তারা অনুশীলনও শুরু করে দিয়েছে।
দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ এবং শিখর ধাওয়ান
এদিকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ এবং শিখর ধাওয়ান। লোয়ার ব্যাকের সমস্যা থেকে মুক্তি পেতে এই বিশ্বমানের বোলারের সার্জারি হয়েছিল। চার মাস তিনি ভারতীয় দলের বাইরে ছিলেন। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাকে শেষবার বল করতে দেখা গিয়েছিল। ভাইজাগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের আগে টিমের ট্রেনিং সেশন চলাকালীন বোলিংয়ের মাধ্যমে নিজের ফিটনেস প্রমাণ করেছেন বুমরাহ।
অন্যদিকে একটি ঘরোয়া টি-২০ ম্যাচে অংশগ্রহণের সময় চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। এর জেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে ভারতীয় দলে দেখা যায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেকে ফের একবার মেলে ধরতে চাইবেন এই ফ্ল্যামবয়েন্ট ওপেনার। আইপিএল থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ২০১৯ সালে টানা ক্রিকেট খেলে যাওয়ায় রোহিত শর্মাকে শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
তাছাড়া যখনই অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে, তখন দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছিল রোহিত শর্মার কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে ফিরবেন রোহিত শর্মা। ভারতের সীমিত ওভারের সহঅধিনায়ক ছাড়াও পেসার মহম্মদ শামিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের দল:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণিশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনী, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- গুয়াহাটিতে টি-২০ ম্যাচ ভেস্তে যাওয়ায় চিফ কিউরেটর এবং সিইওর ঘাড়ে দোষ চাপাল বিসিসিআই
- বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-২০ ম্যাচ
- ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-২০: বিশাল রেকর্ডের সামনে বিরাট কোহলি
- শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই
- শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিরতি নিচ্ছেন রোহিত শর্মা: রিপোর্ট
মন্তব্য