ভারতের কিংবদন্তী প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর অবস্থা এখনও আশঙ্কাজনক। নিউমোনিয়ার কারণে তিনি সেপসিস এবং মাল্টি অরগ্যান ফেলিওরের মতো বিপজ্জনক শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন বলে সংবাদমাধ্যমের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার ফের একবার তার ব্লাড ট্রান্সফিশন হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, পিকে ব্যানার্জীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভরতি রয়েছেন পিকে ব্যানার্জী। ওই হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আজ ফের ওনার ব্লাড ট্রান্সফিশন হয়েছে। তিনি এখনও হেমোডায়ালিসিস সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তার শারীরিক অবস্থা সম্পর্কে ইতিমধ্যে তার পরিবারকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন। তার ক্লিনিকাল অবস্থার উপর মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসকদের একটি দল খুব কাছ থেকে নজর রাখছেন। তাকে সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে।
পিকে ব্যানার্জী হলেন ভারতের একজন অন্যতম কিংবদন্তী ফুটবলার। তিনি দুবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনার মেডেল জয়ী দলের একমাত্র জীবিত গোল স্কোরার হলেন পিকে। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দু সপ্তাহেরও অধিক সময় ধরে তিনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। ৮৩ বছর বয়সী পিকে ব্যানার্জীকে গত ৭ ফেব্রুয়ারি ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য