ভারতের জন্য দ্বিগুণ খুশির খবর! এবারের সাউথ এশিয়ান গেমসে কাঠমান্ডুতে যথাক্রমে শ্রীলঙ্কা এবং নেপালকে পরাজিত করে সোনার পদক জিতে নিয়েছে ভারতের পুরুষ ও মহিলা কবাডি দল। শ্রীলঙ্কাকে ৫১-১৮ পয়েন্টে হারিয়ে দেয় ভারত। ভালো খেলেছেন নীতেশ কুমার, বিশাল ভরদ্বাজ, সুনীল কুমার, পরবেশ ভানিসওয়াল, নবীন কুমার, পবন শেরাওয়াত এবং দীপক নিবাস হুডা। জাতীয় হকি দলে প্রথমবারে অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল হলেন হুডা।
অন্যদিকে ভারতের মহিলা কবাডি দল নেপালকে ৫০-১৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছে। ভালো খেলেছেন রিতু কুমারী, নিশা, পুষ্পা, সাক্ষী কুমার, প্রিয়াঙ্কা, রিতু নেগী এবং দীপিকা হেনরি জেসেফ।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
মন্তব্য