বছর দুয়েক আগে ৭.৬ কোটি টাকা খরচ করে রবিচন্দ্রন অশ্বিনকে ক্রয় করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার এই অফ স্পিনারের সঙ্গে প্রীতি জিন্টার দলের সম্পর্ক বিচ্ছিন্ন হতে চলেছে। অশ্বিন সম্ভবত দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন।
দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও গত দুই মরসুমে প্লে অফে উঠতে পারেনি পাঞ্জাব। সেই কারণেই তাদের অধিনায়ক দল ছাড়ছেন কি না তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, অল-ক্যাশ ডিলের মাধ্যমে অশ্বিনকে কিনে নিচ্ছে দিল্লি। যার ফলে দিল্লি ক্যাপিটালসের কোনো খেলোয়াড়ই কিংস ইলেভেন পাঞ্জাবে যেতে পারবেন না। মিডিয়া রিপোর্ট সূত্রে আরও জানা যায়, অশ্বিনকে নিতে চেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে দিল্লির সঙ্গে পাকা কথা হওয়ার ফলে সানরাইজার্সের সঙ্গে আর কথা এগোয়নি। উভয় দলই অশ্বিনকে দলে নিতে গত কয়েকমাস ধরে নিজেদের মধ্যে আলোচনা করছিল। শেষ পর্যন্ত অশ্বিন দিল্লিতে যোগ দিলে তাদের স্পিন ডিপার্টমেন্ট আরও মজবুত হবে। দিল্লি ক্যাপিটালসে অক্ষর প্যাটেল, অমিত মিশ্রের মতো প্লেয়ার রয়েছেন। অশ্বিনের চতুর্থ আইপিএল দল হতে পারে দিল্লি ক্যাপিটালস। এর আগে তিনি চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপারজায়েন্ট এবং কিংস ইলেভেনের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত ১৩৯টি আইপিএল ম্যাচে ৬.৭৯ ইকনমি রেটে ১২৫টি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন।
এবারের আইপিএলে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া হয়ে উঠেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সেই জন্য দলের তরফ থেকে বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। নিউজিল্যান্ডের মাইক হেসন সহ সমগ্র কোচিং স্টাফকে বাদ দিয়েছে পাঞ্জাব। আগামী মরসুমে সম্ভবত কেএল রাহুলকে ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হবে। এখনও পর্যন্ত আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব। ২০১৪ সালের টুর্নামেন্টে তারা ফাইনালে পৌঁছেছিল।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য