আগামী আইপিএল মরসুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর হলেন মাইক হেসন। অন্যদিকে দলের হেডকোচ পদে নিয়োগ করা হয়েছে প্রাক্তন অসি ক্রিকেটার সাইমন কাটিচকে।
ভারতের জাতীয় দলের হেডকোচ পদের জন্য কিছুদিন আগে আবেদন করেছিলেন হেসন। যদিও রবী শাস্ত্রীকে ওই পদে বেছে নেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানের হেডকোচ হওয়ার জন্যও হেসনের কাছে প্রস্তাব আসে। তবে সূত্রের মতে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। আইপিএলের সঙ্গে হেসনের সম্পর্ক অনেকদিনের। গত মরসুমে রবী অশ্বিনের নেতৃত্বাধীন পাঞ্জাব দলে তিনি যুক্ত ছিলেন। চলতি মাসের শুরুতে এই আইপিএল ফ্র্যাঞ্জাইজি থেকে তিনি ইস্তফা দেন। হেসনের তত্ত্বাবধানে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড।
কার্স্টেন এবং নেহরাকে বিদায় জানাচ্ছে আরসিবি
আরসিবির হেডকোচের দায়িত্বপ্রাপ্ত সাইমন কাটিচ আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন। কয়েকমাস আগে কেকেআরের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। সম্প্রতি শাহরুখ খানের দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন কিউই তথা কেকেআর ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম।
কাটিচকে দায়িত্ব দেওয়ার ফলে গ্যারি কার্স্টেনকে বিদায় জানাচ্ছে আরসিবি। ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী কোচ ২০১৮ সাল থেকে ব্যাঙ্গালোরের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই দায়িত্বে ছিলেন ড্যানিয়েল ভেত্তরি। অন্যদিকে, আরসিবির বোলিং কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় বোলার আশিস নেহরাও আর থাকছেন না। গত মরসুমে দলের কিছু সিদ্ধান্তের জন্য অনেক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
হেসন এবং কাটিচের উপর ভর করে টি-২০ টুর্নামেন্টে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া আরসিবি। বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দল এখনও পর্যন্ত আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। গত মরসুমে তারা পাঁচটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলে সবার শেষে থেকেই তারা টুর্নামেন্টে নিজেদের অভিযান শেষ করেছে। গত মরসুমের আরসিবির শোচনীয় নেট রান রেটের দিকে তাকালেই বোঝা যায় তাদের খেলার মান কী ছিল।
এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে দুবার খেলার যোগ্যতা অর্জন করেছে আরসিবি। কিন্তু জয়ী হতে পারেনি। ধারাবাহিকভাবে দল ব্যর্থ হলেও অধিনায়ক পদে বহাল আছেন বিরাট কোহলি।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আমিরশাহীতে আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? উত্তর দিলেন ব্র্যাড হগ
- আমার থেকে বিরাট কোহলি অনেক বেশি ভরসাযোগ্য: এবি ডিভিলিয়ার্স
- আইপিএলে বিরাট কোহলির দলে খেলার ইচ্ছে প্রকাশ করলেন ড্যানিয়েল ওয়াট
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর বদলে যায় লাজুক যুজবেন্দ্র চাহালের ব্যক্তিত্ব
- সর্বকালের সেরা আইপিএল একাদশ বাছলেন জেপি ডুমিনি, দলের অধিনায়ক বিরাট কোহলি
মন্তব্য