সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের আগে মূল নজর ছিল সন্ধে সাড়ে ৭টায় ম্যাচ আরম্ভের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ বিবেচনা। তবে জিসির বৈঠকে বিষয়টি অনুমোদন লাভ করেনি। সুতরাং অন্যান্য মরসুমের মতো এবারের মরসুমেও রাত ৮টা থেকে রাতের ম্যাচ আরম্ভ হবে। গত বছর খেতাব জেতার পর এবার আইপিএলের ফাইনাল আয়োজনের অধিকার অর্জন করেছে মুম্বই।
বিশ্বের অন্যতম ধনী এই ক্রিকেট লিগের পরবর্তী সংস্করণ আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে। ২৪ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। গত মরসুম ছাড়া আইপিএল সাধারণত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এবার একদিনে দুটি ম্যাচের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন টুর্নামেন্টের উদ্যোক্তারা। ২০২০ সালের আইপিএলে মাত্র পাঁচটি জোড়া ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেলের ম্যাচগুলি বিকেল ৪টায় আরম্ভ হবে।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আমেদাবাদে সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, আইপিএলের রাতের ম্যাচগুলিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না। পূর্বেকার বছরগুলির মতো এবারও রাত ৮টা থেকে (রাতের) ম্যাচ আরম্ভ হবে। সন্ধে সাড়ে ৭টায় রাতের ম্যাচ আরম্ভের ব্যাপারে একটা আলোচনা চলছিল। তবে সেটা হচ্ছে না। এবার কেবলমাত্র পাঁচটি জোড়া ম্যাচ (বিকেল ৪টা এবং রাত ৮টা) অনুষ্ঠিত হবে। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বইয়ে।
একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করবে বিসিসিআই
এদিকে এবারের আইপিএল আরম্ভের পূর্বে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করবে বিসিসিআই। এর নাম দেওয়া হয়েছে অল স্টার্স ম্যাচ। এই ম্যাচের জন্য ক্রিকেটারদের উপলব্ধতাও গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিষয়ে আগামী দিনে ছবিটি আরও স্পষ্ট হয়ে উঠবে।
আইপিএল ২৯ মার্চ থেকে শুরু হওয়ায় প্রথম কয়েকটি ম্যাচে কয়েকটি দল তাদের কিছু বিদেশী খেলোয়াড়কে পাবে না। দুটি টেস্ট ম্যাচের জন্য মার্চ মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৭ মার্চ আরম্ভ হবে। এই সিরিজ ৩১ মার্চ সমাপ্ত হবে। এছাড়া তিন আগামী মার্চে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের জন্য নিউজিল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। যেদিন আইপিএল শুরু হবে, অর্থাৎ ২৯ মার্চ এই দ্বিপাক্ষিক সিরিজ সমাপ্ত হবে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য