২০১৪ সালের ডিসেম্বর মাসে এমএস ধোনির হাত থেকে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির হাতে। গত বছর জামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের জয়ের পর তিনি ধোনিকে ছাপিয়ে হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ৩১ বছর বয়সী দিল্লির সন্তান বিরাট টেস্ট ফরম্যাটে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে ভারত।
তবে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। ২০১৪ সালের প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট থেকে বাদ গিয়েছিলেন ধোনি। তার বদলে দায়িত্ব গ্রহণ করেন বিরাট। তবে সফরকারী দল ওই ম্যাচে ৪৮ রানে পরাজিত হয়। ওই ম্যাচে ভারতের জেতা উচিত ছিল। বিশেষত দ্বিতীয় ইনিংসে কোহলি এবং মুরলি বিজয়ের ব্যাটিংয়ের কথা মাথায় রেখে একথা বলতেই হয়।
প্রথম ইনিংসে ১১৫ রান করেন কোহলি। তবে প্রথম ইনিংসে ৭৩ রানের লিড নিতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে কোহলি ১৪১ রান করেন। সেই সঙ্গে তৃতীয় উইকেটের জন্য মুরলি বিজয়ের সঙ্গে গড়ে তোলেন ১৮৫ রানের পার্টনারশিপ। জয়ের জন্য ৩৬৪ রান তাড়া করতে নেমে এক সময় ভারতের প্রয়োজন ছিল ১২৪ রান, হাতে ছিল আট উইকেট। তবে নাথান লিয়নের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ৭৩ রানে ভারতের আট উইকেটের পতন হয়। ব্যক্তিগতভাবে সাত উইকেট পেয়েছিলেন অজি স্পিনার।
মতামত প্রকাশ করলেন বিরাট কোহলি
সেই সফরের কথা স্মরণ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ওই টেস্ট তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। সেখান থেকে তিনি শিখেছেন যে, মানসিক শক্তি থাকলে যেকোনো অসম্ভব কাজকে সম্ভব করে তোলা যায়। টেস্ট কেরিয়ারে ওই ম্যাচটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে তকমা দিয়েছেন বিরাট কোহলি। ট্যুইটারে তিনি লেখেন, “আমরা আজ যে টেস্ট দলে পরিণত হয়েছি সেই দিক থেকে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে অ্যাডিলেডের ওই ম্যাচের সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে। দারুণ কিছু মানুষ দেখতে পেয়েছি। এত কাছে গিয়েও আমরা ওই ম্যাচে জয়ী হতে পারিনি। তবে এটা আমাদের শিখিয়েছে যে শুরুতে কোনো কাজ যত কঠিন বলেই মনে হোক, আমাদের মানসিক দৃঢ়তা থাকলে তাতে সফল হওয়া সম্ভব। আমাদের প্রায় সবাই এটায় ঝাঁপিয়ে পড়ি। একটি টেস্ট দল হিসেবে আমাদের অভিযানে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে রয়েছে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করলেন দানিশ কানেরিয়া
- আইপিএল ২০২০: করোনা থেকে বাঁচতে পাঁচতারা হোটেলের বদলে রিসর্টে থাকতে চায় দলগুলি, অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
- আইসিসির ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন বিরাট কোহলি, রোহিত শর্মা
- কেউ বাবর আজমের কথা বলছেন না কারণ তিনি বিরাট কোহলি নন: নাসের হুসেন
- এক ওভারে ৩০ রান দেওয়ার কথা এখনো ভুলতে পারেননি ইশান্ত শর্মা
মন্তব্য