কোভিড-১৯ প্রকোপের জন্য অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করণ স্থগিত করেছে বিসিসিআই। এদিকে কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, অস্ট্রেলিয়ায় যদি এবারের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়, তাহলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল ২০২০ অনুষ্ঠিত হতে পারে। যদিও সেই সময় আইপিএলের আয়োজন করা হলে বিদেশি খেলোয়াড়দের উপলব্ধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস জানিয়েছে, অন্তত এই মরসুমের জন্য শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। যদিও সিএসকে এই ধারণার বিরোধীতা করেছে। দলের তরফ থেকে জানানো হয়েছে, বিদেশিদের ছাড়া আইপিএল অনেকটা সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো একটা টুর্নামেন্টে পরিণত হবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ শুরু হওয়ার কথা ছিল। যদিও করোনার প্রকোপে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করে দেয় বিসিসিআই। এদিকে করোনার মোকাবিলায় সমগ্রহ দেশে লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এই পরিস্থিতি পর্যালোচনার পর আইপিএল ২০২০ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আইপিএল আয়োজনের কোনো মানে হয় না, জানিয়েছে সিএসকে
এদিকে সিএসকের একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আইপিএলে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত নয়। চেন্নাই ভিত্তিক এই দলের মতে, বিদেশি খেলোয়াড় ছাড়া আইপিএল অনেকটা ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো একটি টুর্নামেন্টে পরিণত হবে। এদিকে সূত্র মারফৎ আরও যোগ করা হয়েছে, প্রায় প্রতিদিনই কোভিড-১৯ এর কারণে প্রায় প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে। এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ নেই।
সূত্র আরও জানায়, সমস্ত ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে একটাই আশা করছে যে চলতি বছরের শেষের দিকে যেন আইপিএলের ত্রয়োদশ সংস্করণ আয়োজন হয়। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত ওই সূত্রের বক্তব্য, কেবলমাত্র ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আইপিএল অংশগ্রহণের ব্যাপারে সিএসকে খুব একটা আগ্রহী নয়। কারণ সেটা আর একটা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ডোমেস্টিক টি-২০ প্রতিযোগিতা) পরিণত হবে। করোনাভাইরাসের কারণে যেহেতু পরিস্থিতির অবনতি হচ্ছে, তাই এই মুহূর্তে বিসিসিআইয়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির তরফে যোগাযোগ করা হচ্ছে না। আশা করা যাক, এই বছর যেন আইপিএলের আয়োজন করা যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একটি অন্যতম সফল দল হল ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের সর্বাধিক সংখ্যক ফাইনালে খেলার রেকর্ড রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। ২০১০, ২০১১ এবং ২০১৮ সালে আইপিএলের খেতাব জয় করেছিল সিএসকে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে এমএস ধোনির দলে খেলার জন্য অপেক্ষা করছেন জশ হ্যাজলউড
- আইপিএল ২০২০-এর জন্য আমিরশাহীতে প্রথমে পা রাখতে পারে চেন্নাই সুপার কিংস
- সিএসকের ট্রেনিং ক্যাম্পে ধোনিকে দেখে মনে হয়নি তিনি বহুদিন ক্রিকেটের বাইরে ছিলেন: পীযূষ চাওলা
- ২০০৮ সালে সিএসকেতে কোনো কিংবদন্তী ছিলেন না, তবুও দলকে সফল করেছেন এমএস ধোনি
- অধিনায়ক সৌরভের জেদাজেদিতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে মাঠে নেমেছিলেন মুরলি কার্তিক
মন্তব্য