গত ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ শুরু হওয়ার কথা ছিল। যদিও করোনাভাইরাস মহামারির জেরে এই টুর্নামেন্ট এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য হয় বিসিসিআই। এদিকে এই টুর্নামেন্ট বাতিল বা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফের পিছিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এটা নিঃসন্দেহে ক্রিকেট ফ্যান এবং খেলোয়াড়দের কাছে দুঃখের খবর। এবার ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার বলেছেন যে, এই মুহূর্তে টুর্নামেন্ট যে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, সেটা একটা লজ্জাজনক ব্যাপার। প্রসঙ্গত, এই ক্যাশ-রিচ লিগ ২০০৮ সাল থেকে পথ চলা শুরু করে। তার পর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়েছে আইপিএল। তবে করোনাভাইরাস মহামাররির জেরে এই প্রথমবারের জন্য আইপিএল সম্পূর্ণরূপে বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
আইপিএল ২০২০ ঘিরে অনিশ্চয়তায় মন ভালো নেই জস বাটলারের
এদিকে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার বলেছেন, অফিশিয়াল এবং ম্যানেজমেন্টের মধ্যে এই মুহূর্তে কি আলোচনা চলছে সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই। এই মুহূর্তে এরকম কোনো উপলব্ধ সঠিক ডেটা নেই, যেখান থেকে জানা যাবে যে ঠিক কখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। অতএব আইপিএল ২০২০ এবছর আয়োজন করা যাবে কি না, তা এই মুহূর্তে বলা সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে উঠেছে।
২৯ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, আইপিএল একটি বড় টুর্নামেন্ট। তাছাড়া এই ক্যাশ-রিচ লিগের সঙ্গে বিশাল পরিমাণ রেভিনিউ জড়িয়ে রয়েছে। ক্রিকেটের দিক থেকে বলতে হয়, এই লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটা একা বিশাল লজ্জার ব্যাপার যে এই বছরের টুর্নামেন্ট বাতিল কিংবা ফের পিছিয়ে দেওয়া হতে পারে। আইপিএল ২০২০-তে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার জন্য প্রস্তুত ছিলেন জস বাটলার। একই দলে তার সঙ্গে স্টিভ স্মিথ এবং বেন স্টোকসের মতো বড় খেলোয়াড়দের খেলার কথা ছিল।
ইএসপিএন ক্রিকইনফোতে বাটলার বলেন, কখন আইপিএল অনুষ্ঠিত হবে বা আবার পিছিয়ে দেওয়া হবে, এই ব্যাপারে আপনারা যা জানেন, আমি তার থেকে বেশি কিছু জানি না। এই মুহূর্তে সবকিছু অনিশ্চিত। কেউ জানে না এটা (করোনাভাইরাস) কতদিন থাকবে। সুতরাং এটা (আইপিএল ২০২০) নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার কথায়, টুর্নামেন্টের বিস্তারের দিক থেকে বলতে হয়, এটা একটা বিশাল টুর্নামেন্ট। আইপিএলে বিশাল পরিমাণ রেভিনিউ জড়িয়ে রয়েছে। ক্রিকেটে এটা একটা বিশাল প্রতিযোগিতা। এটা বড় লজ্জার ব্যাপার যে এটি অগ্রসর হচ্ছে না বা এটির সূচীতে ফের পরিবর্তন করা হবে যাতে এটি অনুষ্ঠিত হতে পারে।
Biswajit Manna
News freak, sports enthusiast, translator, amateur writer and avid reader. I live and breathe for Sports!
রিড লিস্ট
- আইপিএল ২০২০-তে চিনা সংস্থাগুলি বিজ্ঞাপন বাবদ খরচ করবে ৭০০ কোটি টাকা
- ইউএইতে আইপিএল আয়োজনের বিরোধীতা করল ভারতীয় বণিক সংগঠন
- আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট
- ‘যে কোনোভাবে সুনীল নারাইনকে আমার দলে চাই’, ২০১২ আইপিএল নিলামের আগে বলেছিলেন গৌতম গম্ভীর
- ৮-এর বদলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ফাইনাল
মন্তব্য